ঈদে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে নগরী ঈদে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে নগরী - ajkerparibartan.com
ঈদে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে নগরী

2:46 pm , May 29, 2019

সাঈদ পান্থ ॥ ঈদ উৎসব পালনকালে মেট্রোপলিটনসহ পুরো জেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। এ জন্য সংশ্লিষ্টদের নিয়ে দফায় দফায় মিটিংও করেছে র‌্যাব-পুলিশ ও জেলা প্রশাসন। তারা নগরীকে ৩ স্তারের নিরাপত্তা দেয়ার পরিকল্পনা মাফিক মাঠে নেমেছে। বিশেষ করে ঈদ বাজারকে ঘিরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকান্ড কয়েক বছরের থেকে বেশ দৃশ্যমান রয়েছে। যদিও যানবাহন বেড়ে যাওয়ায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। তারপরও পার্কিংবিহীন বাজার ব্যবস্থাপনায় যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশে কোনো যানবাহনই থাকতে দিচ্ছে না তারা। একই ভাবে নগরময় টহল ব্যবস্থা করেছে বরিশাল র‌্যাব ৮। র‌্যাব ৮ সূত্র জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি ঈদ উৎসব পালনে ঘরমুখী ও ঈদ শেষে কর্মস্থলে ফেরত যাত্রীদের নিরাপত্তায় লঞ্চ ও বাস টার্মিনালে পৃথক কন্ট্রোল রুম ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও করেছে তারা। র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জনগণকে একটি ঈদ উপহার দিতে র‌্যাব-৮ কাজ করে যাচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় র‌্যাব-৮-এর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ঈদের পূর্ববর্তী, ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে জনসাধারণ যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারে, তার জন্য নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও লঞ্চঘাট এলাকায় র‌্যাবের অস্থায়ী কন্ট্রোল রুম ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখানে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। মেজর সজিব আরো বলেন, এরই মধ্যে র‌্যাব-৮-এর পক্ষ থেকে নগরীসহ দক্ষিণাঞ্চলের ছয়টিসহ মোট ১১টি জেলার প্রতিটি বাস টার্মিনাল, মার্কেট ও লঞ্চ টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওইসব এলাকায় র‌্যাবের পোশাকধারীদের টহলের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাবের সদস্যরা কাজ করছে।
অপরদিকে ট্রাফিক ব্যবস্থা উন্নতি ঘটিয়ে ব্যাপক আলোচনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তারা সিটি করপোরেশনের সহায়তায় নগরীর মূল ব্যবসায়ীক এলাকাগুলোতে ঈদ উপলক্ষে পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়াও ফুটপাত দখলমুক্ত রাখা, নির্বিঘেœ ঈদ বাজারে চলাচলের জন্য ফলপট্টি থেকে চকবাজার ও কাটপট্টি রোড যান চলাচল বন্ধ রাখার মতো পদক্ষেপও হাতে নিয়েছে পুলিশ বাহিনী। আবার এসব কাজ মনিটরিং করাসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তামূলক ব্যবস্থা মাঠ পর্যায়ে যেয়ে ঘুরে দেখছেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে আরো জানা গেছে, রমজান ও ঈদ উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তায় বরিশালকে ঢেকে ফেলা হবে। ৩ পর্যায়ে ১৪শ আইনশৃংখলা বাহীনির সদস্যরা নিরাপত্তা প্রদান করবেন। লঞ্চঘাট, নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, রুপাতলী বাস স্ট্যান্ড ও মার্কেট গুলোতে বাড়তি নিরাপত্তা দেয়া হবে। ঈদের জামায়াত, মার্কেটসহ বিভিন্ন স্থানে আগাম প্রস্তুতি শুরু করা হয়েছে। পাশাপাশি সবাইকে সর্তক থাকতে হবে। কোথাও সন্দেহ হলে তাৎক্ষনিক পুলিশকে খবর দিতে হবে। নৌ পথে রাতে স্পীডবোর্ড, পন্যবাহী জাহাজ, ব্লাকহেড চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি একযোগে লঞ্চগুলো ছাড়া যাবে না। বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৩০ কিলোমিটার হাইওয়ে রয়েছে। সেখানে যেন চাদাঁবাজিসহ কোন অনিয়ম না হয় সে জন্য পোষাকে ও সাদা পোষাকে পুলিশ মোতায়েন থাকবে। একই ভাবে নগরীর বিভিন্ন মার্কেটেও পোষাকে ও সাদা পোষাকে বিপুল পরিমানের পুলিশ মোতায়েন থাকবে। নগরীতে ১৩২টি ঈদের নামাজের জামায়েত অনুষ্ঠিত হবে। সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
বরিশাল সদর নৌ পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স প্রদানের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে। যদিও এখনো ফোর্স পাইনি; তবে নিয়মিত নিরাপত্তার অংশ হিসেবে আমরা কাজ করছি। নৌ-পথে কোনো মাদকদ্রব্য যেন বরিশালে ঢুকতে না পারে, ছিনতাইকারী চক্র বা মলম বাহিনী যেন সক্রিয় হয়ে না উঠতে পারে সেজন্য নৌ-পুলিশের অভিযান আগে থেকেই চলছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিক বলেন, মেট্রোপলিটন পুলিশের সবগুলো ইউনিট একসঙ্গে কাজ করছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা টিম দায়িত্ব পালন করছে। শপিংমল, ব্যবসা প্রধান এলাকাসহ নগরের অলি-গলিতে আমাদের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে। আশা করি বরিশালবাসী নির্বিঘেœ ঈদ কাটাতে পারবে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেছেন, ‘আমরা এরইমধ্যে সমন্বয় সভা করেছি। সেখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি এবার ঘরমুখো মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত বরিশালের প্রশাসন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT