কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবীতে তরুণ সমাবেশ কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবীতে তরুণ সমাবেশ - ajkerparibartan.com
কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবীতে তরুণ সমাবেশ

2:54 pm , May 27, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘মানসম্মত কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার সঠিক বাস্তবায়ন চাই’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে তরুণ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাশিদা বেগম। প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম। নারীপক্ষ ও অধিকার এখানে, এখনই প্রকল্পের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা বরিশাল মহিলা কল্যান সংস্থা ও তারুণ্যের কন্ঠস্বর-প্লাটফর্ম বরিশাল যৌথভাবে কিশোর-কিশোরীদের নিয়ে এ সমাবেশ আয়োজন করে। যুব সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. রাজিয়া বেগম, বিসিসি’র সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর বেগম, সাংবাদিক গোপাল সরকার, দুর্বার নেটওর্য়াকের সদস্য মাহামুদা বেগম, তারুণ্যের কন্ঠস্বর-প্লাটফর্ম বরিশালের সদস্য শাকিলা ইসলাম, স্মৃতি ডি রোজারিও ও জুবায়ের ইসলাম প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমকেএস’র পরিচালক কাওছার পারভীন। আলোচকরা এ বিষয়ে কিশোর ও তরুন বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও তথ্য সরকারি সকল স্বাস্থ্য কেন্দ্রে সহজলভ্য করার দাবী জানান। এছাড়াও এ ধরনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সেবাদানকারীদের দক্ষ করে গড়ে তুলতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ সহ নানান প্রস্তাব করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT