জরাজীর্ন বিমানের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ সিটি মেয়রের জরাজীর্ন বিমানের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ সিটি মেয়রের - ajkerparibartan.com
জরাজীর্ন বিমানের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ সিটি মেয়রের

3:36 pm , May 24, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘদিন জরাজীর্ন ও অযতেœ থাকার পর বরিশাল সিটি মেয়রের দৃষ্টি পড়েছে নগরীর সরকারী জিলা স্কুলের মধ্যে স্থাপিত ঐতিহ্যবাহী এয়ার ক্রাফট (ফাইবার জেট) ৬২৯ এর উপর। খুব শীঘ্রই বিমানটির সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করা হবে। নগরীর সৌন্দর্য বর্ধনে বিমানটি নিয়ে পরিকল্পনার কথা সিটি ফেসবুকে মেয়র তার আইডিতে প্রকাশ করলে এ নিয়ে আলোচনা হচ্ছে। বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ গতকাল শুক্রবার বিকেলে তার পেইজে পোষ্টে লেখেন, প্রিয় তরুণরা, আজ ইফতার এর পর বরিশাল জিলা স্কুলের সামনের রাস্তার কাজ পরিদর্শনে আসব। এই সময়ে তোমরা যারা ফ্রি আছো তাদেরকে জিলা স্কুল ক্যাম্পাসে আসার জন্য আমন্ত্রন রইল। তোমাদের সাথে আলোচনার মাধ্যমেই দীর্ঘদিনের পড়ে থাকা জরাজীর্ণ এয়ার ক্রাফটটির (ফাইটার জেট) সৌন্দর্য বর্ধন সহ আধুনিকায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। ”পোষ্টটি দেয়া এক ঘন্টার মধ্যে প্রায় ২০০ ব্যক্তি সেখানে বিভিন্ন ধরনের মন্তব্য করেন এবং ২ হাজার ৫‘শ জন পোষ্টটিতে লাইক দেন। এর মধ্যে অধিকাংশ মন্তব্য ছিলো সিটি মেয়রের উদ্যোগ নেয়ার কারনে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে। এছারা অধিকাংশ ব্যক্তি বিমানটি কোন দৃশ্যমান স্থানে স্থাপন করার মতামত প্রদান করেন। তারা মন্তব্য করেন, জিলা স্কুলের মধ্যে থেকে বিমানটি কোন ৩/৪ রাস্তার মোড়ে স্থাপন করা হলে সকলের চোখে পড়বে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। দীর্ঘদিন বিমানটির দিকে কোন নজর না দেয়ার কথাও সেখানে তুলে ধরেন নগরবাসী।
ইতিপূর্বে বিমানটি জিলা স্কুলের মাঠের প্রান্তে স্থাপন করা হলে অনেকটা দৃশ্যমান ছিলো।  তবে পরিবর্তীতে সেখানে উচু দেয়াল নির্মান করা হলে বিমানটি অনেকটা সকলের চোখের আড়ালে চলে যায়। এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস বিমান বাহিনীর কাছ থেকে বিমানটি এনে জিলা স্কুলে স্থাপন করেন । তবে এর পরে আর কোন সংষ্কার হয়নি। এ বিমানটি মূলত যুদ্ধ বিমান ফাইটার জেট-৬২৯ এর  আদলে তৈরী একটি ডামি বিমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT