রেনুপোনাসহ আটক ১৮ শ্রমিকের কারাদন্ড রেনুপোনাসহ আটক ১৮ শ্রমিকের কারাদন্ড - ajkerparibartan.com
রেনুপোনাসহ আটক ১৮ শ্রমিকের কারাদন্ড

3:25 pm , May 22, 2019

প্রতিবেদক ॥ নগরীর দপদপিয়া সেতুর ঢাল থেকে ৮০ লাখ টাকা মূল্যের ৪০ লাখ পিস গলদা চিংড়ি রেনুপোনা সহ ১৮ জনকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয় চিংড়ি রেনু পাচার কাজে ব্যবহৃত দুটি ট্রাক। পরে আটককৃত ১৮ শ্রমিককে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন শীষ মোবাইল কোর্টের মাধ্যমে এই দন্ডাদেশ দেন। পাশাপাশি উদ্ধারকৃত চিংড়ি রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোলা থেকে দুটি ট্রাকভর্তি ৭৩টি ড্রামে ৪০ লাখ গলাদা রেনুপোনা খুলনার বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও কোতয়ালী পুলিশ পৃথকভাবে কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাস সেতুর ঢাল থেকে ট্রাক দুটি সহ পাচারকাজে নিয়োজিত ১৮ পাচারকারীকে আটক করে।
পরে তাদেরকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবিন শীষ এর পরিচালিত মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। এসময় তিনি অপরাধ বিবেচনা করে মৎস্য সংরক্ষণ আইনে ১৮ শ্রমিককে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড, ট্রাক দুটি জব্দ ও রেনুপোনা অববমুক্ত করনের নির্দেশ দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, ভোলা জেলা থেকে এসব রেনুপোনা বেশি পাচার হয়ে থাকে। যা খুলনা, বাগেরহাট সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। একটি চক্র জেলেদের কাছ থেকে পোনাগুলো ক্রয় করে তা উত্তরাঞ্চলের বিভিন্ন চিংড়ি চাষিদের কাছে বিক্রি করছে।
অপরদিকে একাধীক সূত্রে জানাগেছে, দক্ষিণাঞ্চলের চিংড়ি রেনুপোনা পাচার সিন্ডিকেট নিয়ন্ত্রন করেন গোপারগঞ্জের বাসিন্দা টুলু মিয়া। যিনি জেলেদের দাদন দিয়ে রেনুপোনা ধরে তা সংগ্রহ করে উত্তরাঞ্চলে পাচার করছে। দীর্ঘ দিন ধরেই টুলু মিয়ার রেনু পোনা পাচার সিন্ডিকেট চলে আসছে।
তাছাড়া ইতিপূর্বে রেনু পোনা পাচার কালে র‌্যাব-৮ এর হাতে আটক হয়েছে পাচারকারী টুলু মিয়া। কিন্তু আইনের ফাকফোর দিয়ে নামে মাত্র জরিমানা দিয়ে পার পেয়ে যান তিনি। তাছাড়া অভিযোগ রয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই টুলু মিয়া রেনু পোনার ব্যবসা করছেন। তার সাথে অবশ্য বরিশাল নগরীর তিন হারুন ওরফে পাতিল হারুন, রনি ও বাপ্পি নামে তিনজন জড়িত রয়েছেন। যারা ক্ষমতাসীন দলের ছাত্র ছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা নিচ্ছেন না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT