আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

3:18 pm , May 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম দ্বোধন করা হয়েছে। গমঙ্গলবার বেলা ১১ টায় আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যালয় এই র্কাযক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালে হক মোঃ লিটন, আগৈলঝাড়া ওসি আফজাল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অবনী মোহন দাস। এসময় এক জন নারী প্রান্তিক কৃষক স্নেহা লতা বালার কাছ থেকে ২০ মন বোর ধান ক্রয় করেন। এ বছর আগৈলঝাড়া উপজেলার ৩৬০ জন কৃষকদের কাছ থেকে ২৯১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যালয়। প্রতিজন কৃষক এর নিকট থেকে ২০ মন করে বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি মন ধান সরকারি ভাবে ১০৪০ টাকা দরে ক্রয় করা হবে। এতে করে প্রতি কেজি ধানের মূল্য পরে ২৬ টাকা করে। এবছর বরিশাল জেলায় ১ হাজার ৫৮৭ মেট্রিক টন বোরো ধান সরকারি ভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT