2:45 pm , May 19, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি শিশু পরিবারের সাথে ইফতার করতে গিয়ে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বলেছেন, তোমরা এখন আর এতিম নও, আমি তোমাদের সাথে আছি। তোমরা কোন অংশে পিছিয়ে নেই। ঈদ উল ফিতরে আমি তোমাদের নতুন পোশাক দিবো। বরিশালের বেসরকারি সংস্থা সমূহ (এনজিও) এর আয়োজনে এই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন তালুকদার। সেইন্ট বাংলাদেশের চেয়ারম্যান কাজী জাহাঙ্গির কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শহিদুল ইসলাম, বীরপ্রতীক মহিউদ্দিন মানিক, ডা. সৈয়দ হাবিবুর রহমান, সমাজসেবার প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আরোহী এনজিওর নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ। ইফতার মাহফিলে ৫৫০ জন শিশু অংশ গ্রহন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহসানিয়া মিশনের বিভাগীয় সমন্বয়কারী মো: নাসির উদ্দিন। এর আগে আরোহী নামে একটি এনজিও সরকারি শিশু পরিবারে শিশুদের বিনামূল্যে চোখ পরীক্ষা দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ।