গলাচিপায় অপহৃত কিশোরী উদ্ধার গলাচিপায় অপহৃত কিশোরী উদ্ধার - ajkerparibartan.com
গলাচিপায় অপহৃত কিশোরী উদ্ধার

3:09 pm , May 18, 2019

গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপা উপজেলার আমখোলা গ্রাম থেকে অপহরণের ১২ দিন পর পুলিশ অপহৃতা এক কিশোরীকে উদ্ধার করেছে। শুক্রবার রাতে গলাচিপা পুলিশ চট্টগ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে গতকাল শনিবার থানায় নিয়ে এসেছে। পুলিশ একই সঙ্গে অপহরণকারী চক্রের এক আসামিকেও গ্রেফতার করেছে। তবে মূল অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি।
থানায় দায়ের করা মামলায় ওই কিশোরীর বাবা অভিযোগ করেছেন, তার মেয়ে (১৬) এবার এসএসসি পাস করেছে। গত ৫ মে সন্ধ্যায় তার মেয়ে এক আত্মীয় বাড়ি যাচ্ছিল। এ সময় অপহরণকারীরা তার বাড়ির পিছনের রাস্তা থেকে মেয়েকে অপহরণ করে। এ সময় মেয়ে ডাক চিৎকার দিলে অপহরণকারীরা তার মেয়ের মুখে কাপড় গুজে দেয় এবং মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় আমখোলা ইউনিয়নের দড়িবাহেরচর গ্রামের মৃত রাজ্জাক মৃধার ছেলে মোঃ তরিকুল ইসলাম তারেক মৃধা, তার ভাই শাহিন মৃধা, ভাংরা গ্রামের রুহুল আমিন সিকদারের ছেলে আল আমিন সিকদার, আলগী তাফালবাড়িয়া গ্রামের সত্তার মাস্টারের ছেলে হারুন অর রশিদ ও রাজ্জাক মৃধার ছেলে লাভলু মৃধাকে আসামি করা হয়। পুলিশ এদের মধ্যে হারুন অর রশিদকে গ্রেফতার করেছে। মামলায় অভিযোগ করা হয়, শীর্ষ অপহরণকারী তরিকুল ইসলাম তারেক মৃধা (২২) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ক্ষিপ্ত হয়ে আসামিরা একজোট হয়ে এ অপহরণের ঘটনা ঘটায়। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, অপহৃতার বয়স নির্ধারণ ও ধর্ষিতা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য আগামিকাল রবিবার চিকিৎসক বোর্ডের কাছে পাঠানো হবে। এছাড়া, ফৌজদারী কার্যবিধির ২২ ধারায় কিশোরীর জবাবনবন্দী গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া, প্রধান আসামি সরকারী চাকরি করে। তাকে গ্রেফতারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। এদিকে, একই ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রাম থেকে গত ২২ মার্চ সপ্তম শ্রেণীর অপর এক ছাত্রী অপহরণ হয়। কিন্তু পুলিশ এখন পর্যন্ত ওই কিশোরীকে উদ্ধার করতে পারেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT