কন্ঠ শিল্পি গণধর্ষণের মূল নায়ক বাস চালক ঢাকা থেকে গ্রেফতার কন্ঠ শিল্পি গণধর্ষণের মূল নায়ক বাস চালক ঢাকা থেকে গ্রেফতার - ajkerparibartan.com
কন্ঠ শিল্পি গণধর্ষণের মূল নায়ক বাস চালক ঢাকা থেকে গ্রেফতার

12:30 am , May 11, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বেতাগীতে স্থানীয় এক কন্ঠ শিল্পিকে তুলে নিয়ে গনধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। ৯ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মান্দা দক্ষিণ মুগদা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক মো. মানিক হাওলাদার (৩৫) বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামের মো. কাঞ্চন আলী হাওলাদারের ছেলে এবং ঢাকার তুরাগ পরিবহনের চালক। তবে গণধর্ষণের ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে অপর ধর্ষক মো. আলমগীর হোসেন। গতকাল শুক্রবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকায় র‌্যাব-৮ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৭ এপ্রিল রাত ৮টার দিকে চাচা ও চাচাত ভাইয়ের সাথে গান গাওয়ার জন্য মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা হন ৩২ বছর বয়সী স্থানীয় ওই শিল্পি। পথিমধ্যে বেতাগী থানাধীন বিবিচিনি স্কুল এন্ড কলেজের দক্ষিণ পার্শ্বে আসামী মোঃ মানিক (৩৫) ও মোঃ আলমগীর হোসেন তাদের গতিরোধ করে। তারা দু’জন ভিকটিমের চাচা ও ভাইকে আঘাত করলে ভয় পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। তখন আসামীদ্বয় ওই কন্ঠ শিল্পিকে জোরপূর্বক টেনে হিচড়ে মোটর সাইকেলে তুলে পার্শ্ববর্তী পুটিয়াখালী সুইজঘাট এর উত্তর পার্শ্বে বাগানের নিয়ে যায়। সেখানে ভিকটিমকে ওই দু’জন আসামী পালাক্রমে ধর্ষণ করে। মেজর খান সজিবুল ইসলাম বলেন, ঘটনার পরে ভিকটিমের ভাই ও চাচা স্থানীয়দের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করলেও ধর্ষকদ্বয় পালিয়ে যায়। এই ঘটনায় গত ১ মে ভিকটিমের চাচাতভাই মানিক বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন। এর পর র‌্যাব-৮ আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারীর পাশাপাশি অভিযান শুরু করে। এর পরিপ্রেক্ষিতে গত ৯ মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামী তুরাগ পরিবহনের চালক মানিক হাওলাদারকে ঢাকার মুগদা এলাকার ভাড়াবাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর ওই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT