প্রশাসনের প্রত্যক্ষ মদদে ভোট ডাকাতি করা হয়েছে Ñসংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টি প্রশাসনের প্রত্যক্ষ মদদে ভোট ডাকাতি করা হয়েছে Ñসংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টি - ajkerparibartan.com
প্রশাসনের প্রত্যক্ষ মদদে ভোট ডাকাতি করা হয়েছে Ñসংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টি

3:21 pm , March 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ তৃতীয় ধাপে বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা নির্বাচনে প্রশাসনের পত্যক্ষ মদতে সরকারী দলের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল নিয়ে নৌকা প্রতীকে সিল পিটিয়েছে। যার ফলে বাংলাদেশের ওয়াকার্স পার্টির মনোনিত হাতুরী প্রতীকের প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটি এই অভিযোগ করেছে।
সন্ত্রাস, কেন্দ্র দখল ও ভোট কারচুপির বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনে লিখিতবক্তব্য পাঠ করেন সাবেক এমপি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জেলা কমিটির সদস্য ও বাবুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক টি.এম শাহজাহান ও মহানগর কমিটির আহ্বায়ক শান্তি দাস। লিখিত বক্তব্যে বলেন, ‘বাবুগঞ্জ উপজেলায় ১ লাখ ১৫ হাজর ১৬২ জন ভোটারের মধ্যে ২০% পার্সেন্ট ভোটর কেন্দ্রে আসেনি। সেখানে কি করে নৌকা প্রতিকের প্রার্থী ৩৮% পার্সেন্ট ভোট পায়। তাড়া আরো অভিযোগ করে বলেন উপজেলার ৫০টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রে পুলিশ, র‌্যাব ও বিজিবি’র নিরবতা পালনের সুযোগে ও শ্রশাসনের প্রত্যক্ষ মদতে সরকারী দলের ক্যাডার বাহিনীর সদস্যরা কেন্দ্র দখল করে ভোট দিয়েছে। আমরা তাৎক্ষনিকভাবে নির্বাচন সংক্রান্ত্র সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের অভিযোগ দিয়েও তাদের কাছ থেকে কোন আসানুরূপ সাহায্য সহযোগীতা পাই নাই। অন্যদিকে নগরীর ৩০ নংওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লার নেতৃত্বে একদল ক্যাডার বাহিনী ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ব্যালট পেপার জোড় পূর্বক ছিনিয়ে নিয়ে তারা ভোট প্রদান করেন কেন্দ্রে নিয়োজিত প্রশাসনের উপস্থিতিতে। এছাড়া নগর আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও জেলা আওয়ামীলীগ নেতা তারিক বিন ইসলামের নেতৃত্বে ১৫/১৬টি মোটর সাইকেল, মাইক্রোবাস নিয়ে মাধবপাশা, চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার নিয়ে তারা নৌকায় সিল মারে। এসময় দায়ীত্বরত নির্বাচন কর্মকর্তারা তাদের অবৈধকাজে সহযোগীতা করেন বলে অভিযোগ করেন জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। এভাবে স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র দখল করে জনগনের ভোটাধিকার হরন করা হলে জনগনের মধ্যে একেবারে স্থায়ী অনাস্থাবোধ সৃষ্টি করবে যা গণতন্ত্রের জন্য এক অশনী সংকেত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT