2:53 pm , March 23, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আজ রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা আমেনা বেগমের ১৪তম মৃত্যু বার্ষিকী। মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার মরহুমার রুহের মাগফেরাত কামনায় বরিশালের আগৈলজাড়া উপজেলার সেরাল গ্রামে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নিজ বাড়িতে দিনব্যাপী কোরান খতম শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ, সংসদ সদস্যগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত থাকবেন।