আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন “জাতীয় শিশু দিবস” পালন আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন “জাতীয় শিশু দিবস” পালন - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন “জাতীয় শিশু দিবস” পালন

3:49 pm , March 17, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যেগে পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আনন্দ র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ পরিচালা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যেগে আনন্দ র‌্যালী শেষে এসএম বালিকা বিদ্যালয়ে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ দাসের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, নব নিবাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেনিয়াবাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT