বাকেরগঞ্জে পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত বাকেরগঞ্জে পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত - ajkerparibartan.com
বাকেরগঞ্জে পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

3:35 pm , March 10, 2019

অংশগ্রহণমূলক কার্যকর ওয়ার্ড সভা আয়োজনে বিভিন্ন ইউনিয়ন পরিষদকে অনুপ্রাণিত করার লক্ষ্যে স্থানীয় সুশাসন কর্মসূচি-শরিক এর সহযোগিতায় পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরের পরিকল্পনা প্রণয়নের জন্য বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ৪নং ওয়ার্ডে গতকাল বিকেল ৩টায় এ ওয়ার্ড সভার আয়োজন করে। সভায় শিখন কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জ উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ থেকে ৩০জন সদস্য ও সচিব অংশগ্রহণ করেন। উক্ত ওয়ার্ড সভায় ৪নং ওয়ার্ডের সকল ভোটারদের আমন্ত্রন জানানো হয় এবং ওয়ার্ডের উন্নয়নকল্পে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য সরাসরি মতবিনিময় করা হয়। আগত প্রতিটি ইউনিয়ন থেকে একজন সংরক্ষিত সদস্য, একজন সাধারণ সদস্য এবং ইউপি সচিবসহ মোট তিন জন অংশগ্রহণ করেন। এর পূর্বে শরিক প্রকল্পের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) প্রদত্ত প্রশিক্ষণ মডিউলের উপর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বরিশালের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের ওয়ার্ড সভা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। ইউপি সদস্যগণ এই প্রশিক্ষণের আওতা বহির্ভূত ছিল বিধায় আদর্শ ওয়ার্ড সভার ধারনা প্রদানের লক্ষ্যেই এই শিখন কর্মসূচিতে তাদের অন্তর্ভূক্ত করা হয়। রঙ্গশ্রী ইউনিয়ন প্রাপ্ত প্রশিক্ষণের সকল প্রক্রিয়া ও পদ্ধতি অনুসরণ করে এই ওয়ার্ড সভার আয়োজন করেছে। আগত দশটি ইউনিয়ন থেকে প্রতিনিধিগণ নিজ ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডেও একই পদ্ধতিতে ওয়ার্ড সভা আয়োজন করবেন। খবর বিজ্ঞপ্তির

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT