ভোলায় মেয়র মেজবানের উদ্বোধন ভোলায় মেয়র মেজবানের উদ্বোধন - ajkerparibartan.com
ভোলায় মেয়র মেজবানের উদ্বোধন

3:34 pm , March 10, 2019

ভোলা অফিস ॥ ভোলায় বর্নাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে শনিবার মেয়র মেজবান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে পিঠা উৎসব, দৌড় প্রতিযোগীতা, চিত্রাঙ্কনসহ জমকালো পরিবেশে সাড়া দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়র আলহাজ্ব মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ, চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পৌরসভার নেতাকর্মীরা। মেয়র মেজবানে আমন্ত্রিত অতিথিরা বসন্তের পিঠা উৎসবের স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এছাড়া সন্ধ্যা থেকে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তালহা তালুকদার বাঁধন। পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান বলেন, পৌরবাসীর উন্নয়ন ও নানা সহযোগীতার জন্য আমরা পৌরবাসীর কাছে ঋনী। এ কারনে পৌরসভার সকল নাগরিককে একত্রে করে একটি আয়োজন করার আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। তাদেরকে একত্রিক করার জন্য আমার এই আয়োজন। আয়োজনের মেনু হিসাবে ছিল- গরুর মাংশ, বেজিটেবল, ডাল। সন্ধ্যার পর দুই বাংলার জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় রাত্র ১২টা পর্যন্ত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী রোজালিন সাউ, ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামা পা সংগীতানুষ্ঠানের শিল্পী আবন্তী সিথী ও দেবযানী আচার্য, বাংলাদেশ জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান, বেলাল খান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT