দূর্যোগ প্রস্তুতি দিবস পালন দূর্যোগ প্রস্তুতি দিবস পালন - ajkerparibartan.com
দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

3:31 pm , March 10, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ “দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই শ্লোগান নিয়ে নগরীতে পালিত হয়েছে দূর্যোগ প্রস্তুতি দিবস। গতকালরোববার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের আয়োজনে এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় সিটি মেয়র ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহনে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সদর রোড এলাকা প্রদক্ষিণ করে সরকারি জেলা স্কুলের মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইকবাল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ। পরে দুপুরে জেলা স্কুল মাঠে শিক্ষার্থী ও অভিভাবক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতির ওপর মহড়া প্রদর্শন করেন বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT