3:37 pm , March 8, 2019

তজুমদ্দিন প্রতিবেদক \ তজুমদ্দিন থানা পুলিশের কাছে আতœসমর্পণ করেছে এক মাদকসেবী। গতকাল শুক্রবার সকালে থানায় এসে মাদকসেবী মোঃ সাইদ আনোয়ার বাবুল (৩৪) মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করলে ওসি ফারুক আহম্মেদ তাকে ফূল দিয়ে বরণ করে নেয়। ওসি ফারুক আহম্মদ বলেন, এর আগেও আরো ১২ মাদকসেবী আতœসমর্পণ করেন। আতœসমর্পণকারীদের মধ্যে দুইজনকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের পূনর্বাসনের ব্যবস্থা করা হবে।