জেলায় ৬ চেয়ারম্যানসহ ১২ প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত জেলায় ৬ চেয়ারম্যানসহ ১২ প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত - ajkerparibartan.com
জেলায় ৬ চেয়ারম্যানসহ ১২ প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

3:40 pm , March 7, 2019

নিজস্ব প্রতিবেদক \ বরিশালের ৯টি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনপত্র দাখিল করা ৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত তারা তাদের প্রার্থীতা প্রত্যার করে নেন। বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার পরবর্তী বরিশালের ৯টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ২৭টি পদে প্রার্থী চূড়ান্ত হয়েছেন ৫৩ জন। এর মধ্যে ৬টি উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। তাছাড়া তিনটি উপজেলায় তিনজন নারী সহ আরো ৬ জন ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হচ্ছেন। সে অনুযায়ী ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। আজ শুক্রবার সকাল ১০টায় প্রতীক বরাদ্দের পাশাপাশি বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষনা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার। তিনি জানান, বরিশাল সদর উপজেলায় আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, গৌরনদী উপজেলায় সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলায় আব্দুল রইচ সেরনিয়াবাত, বানারীপাড়া উপজেলায় মো. গোলাম ফারুক, মুলাদী উপজেলায় তারিকুল ইসলাম মিঠু ও বাকেরগঞ্জ উপজেলায় মোহাম্মদ শামসুল আলম চুন্নু’র কোন প্রতিদ্ব›িদ্ব নেই। এ কারনে তাদের বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত বলতে কোন বাধা নেই। এরা ছয়জনই আওয়ামী লীগ মনোনিত প্রার্থী। এছাড়া আগৈলঝাড়ায় মো. রফিকুল ইসলাম তালুকদার ও মলিনা রানী রায়, গৌরনদীতে মো. ফরহাদ হোসেন ও জিনিয়া আফরোজ হেলেন, বাবুগঞ্জ উপজেলায় ফারজানা বিনতে ওহাব ও বানারীপাড়ার সৈয়দা তাসমিমা হোসেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করা হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইকবাল আখতার। অপরদিকে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগের বিদ্রোহী আনোয়ার হোসাইন, বানারীপাড়া উপজেলায় জাতীয় পার্টির মিজানুর রহমান, উজিরপুরের ভাইস চেয়ারম্যান প্রার্থী আশোক কুমার হাওলাদার, বাবুগঞ্জের মুহা: জামাল উদ্দিন, সদর উপজেলায় মো. মাহবুবুর রহমান, বানারীপাড়া উপজেলায় মো. রাহাদ হোসেন, সেলিম বেপারী, একেএম জাহিদ হোসেন সরদার, সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নেহার বেগম ও বানারীপাড়া উপজেলার নাজমিন জাহান পলি তাদের প্রার্থীতা প্রত্যহার করে নিয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী বরিশাল সদর উপজেলায় ভাইস চেয়ারম্যানের দুটি পদে চারজন, বানারীপাড়ার ভাইস চেয়ারম্যানের একটি পদে ৩ জন, মুলাদীতে ভাইস চেয়ারম্যানের দুই পদে ৬ জন, হিজলা উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যানের দুটি পদে ৫ জন, উজিরপুরে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইচ চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, বাবুগঞ্জে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT