3:20 pm , March 6, 2019

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের ঠেলাখালী ব্রীজ সংলগ্ন খালপাড় থেকে একটি হরিণ উদ্ধার করেছে গ্রামবাসীরা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয়দের ধাওয়া খেয়ে খালে পড়লে গ্রামবাসীরা হরিণটি উদ্ধার করে চরফ্যাসন থানায় সোপর্দ করে। চরফ্যাসন থানার ওসি ম.এনামুল হক জানান, সুস্থ হরিণটি চরফ্যাসন বন বিভাগের রেঞ্জারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামবাসীরা জানান, মনপুরার বনাঞ্চল থেকে মিষ্টি পানির সন্ধানে মেঘনা নদী পাড়ি দিয়ে হরিণটি চরফ্যাসনের আসলামপুরের লোকালয়ে চলে আসে। গ্রামের লোকজন হরিণটি দেখে ধাওয়া দিলে ক্লান্ত হরিণী পাশের খালে ঝাপ দেয়। খাল থেকে হরিণীকে উদ্ধার করে গ্রামবাসীরা চরফ্যাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। চরফ্যাসন থানা থেকে সুস্থ হরিণীকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। চরফ্যাসনের রেঞ্জার খলিলুর রহমান জানান, হরিনটিকে রাতেই চর মানিকার ম্যানগ্রোভ বাগানে অবমুক্ত করা হবে।