বরিশাল নৌ-বন্দরে এসে বিকল স্টিমার পিএস মাহসুদ বরিশাল নৌ-বন্দরে এসে বিকল স্টিমার পিএস মাহসুদ - ajkerparibartan.com
বরিশাল নৌ-বন্দরে এসে বিকল স্টিমার পিএস মাহসুদ

3:18 pm , March 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা থেকে মোড়লগঞ্জগামী রাষ্ট্রীয় নৌযান পিএস ‘মাহসুদ’ বরিশাল নৌ-বন্দরে এসে বিকল হয়ে পড়েছে। ফলে বরিশাল থেকে মোড়লগঞ্জ পর্যন্ত সাতটি স্থানের যাত্রীদের ভাড়া ফেরত দেয়া হয়। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্টিমার ‘পিএস মাহসুদ’ সকালে বরিশাল নদী বন্দরে পৌঁছে। এর কিছুক্ষন পরেও কর্তৃপক্ষ ইঞ্জিনের ত্রুটির কথা বলে যাত্রীদের ভাড়া ফেরত দিয়ে নেমে যেতে বলে। সকালে এ নিয়ে কিছুটা উত্তেজনার সৃষ্টিও হয়েছে। এদিকে মাঝ পথে যাত্রীদের নামিয়ে দেয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাদেরকে। কোন কোন যাত্রী বিকল্প লঞ্চ কিংবা সড়ক পথে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে। আবার কেউ কেউ সোমবারের স্টিমারের জন্য অপেক্ষা করছেন। বিআইডব্লিউটিসি’র সহকারী মহা ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, স্টিমারটি যাত্রী নিয়ে বাগেরহাটের মোড়লগঞ্জে যাবার কথা ছিলো। কিন্তু বরিশালে পৌঁছাবার পর পরই ইঞ্জিন কুলারে ত্রুটি ধরা পড়ে।
তিনি বলেন, স্টিমারটি বর্তমানে বরিশাল ঘাটে রয়েছে। বিকল হওয়া ইঞ্জিনের কুলার ঠিক করার জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে। সোমবার বিকালে বরিশাল থেকে স্টিমারটি ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করবে বলে আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT