সপ্তাহব্যাপি এসএমই পণ্য মেলার উদ্বোধন সপ্তাহব্যাপি এসএমই পণ্য মেলার উদ্বোধন - ajkerparibartan.com
সপ্তাহব্যাপি এসএমই পণ্য মেলার উদ্বোধন

3:16 pm , March 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপি ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে নিয়ে এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের পন্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণসহ উদ্যোগক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতু বন্ধন তৈরীতে সহায়তার লক্ষ্যে গতকাল রোববার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও বরিশাল জেলা প্রশাসনের সহায়তায় শুরু হওয়া মেলার উদ্বোধনকালে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ক্ষুদ্রসহ যে কোন ব্যবসায়ী নগরীতে এসে নির্বিঘেœ তাদের ব্যবসা করতে পারেন। এই জন্য তাদের সকল সুযোগ সুবিধা দেয়াসহ ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে আশ^াস দিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, এসএমই ফাউন্ডেশন সহকারী মহাব্যবস্থাপক মোঃ রাকিব উদ্দিন খান, বরিশাল চেম্বার্স অব কমার্স সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গির হোসেন মানিক, জেলা উইমেন বিজনেস ফোরাম সভাপতি ডা. বনলতা মুর্শিদা ও জেলা আওয়ামী লীগ নেতা মো. হোসেন চৌধুরী প্রমুখ। পণ্য মেলার সার্বিক পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম। এর পূর্বে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বরিশাল জগদিশ স্বারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের সাজ সজ্জায় আর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু উদ্যান মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পণ্য মেলায় ৫০টি স্টল রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT