3:25 pm , January 27, 2019
নগরীর ব্যাটারীচালিত রিক্সা মালিক সমিতি উপ-পুলিশ কমিশনারের (ট্রাফিক) কাছে স্বারক লিপি দিয়েছে। গতকাল রোববার ব্যাটারীচালিত রিক্সা চলাচলের অনুমতির জন্য স্বারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসদ এর সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। এছাড়া মোঃ দুলাল মল্লিক, জাহাঙ্গীর, মোঃ বাবুল, সুশান্ত, মুকুলসহ আরও অন্যান্য ব্যাটারীচালিত রিক্সা শ্রমিকেরা উপস্থিত ছিলেন। স্বারকলিপিতে ব্যাটারীচালিত রিক্সার লাইসেন্স দেয়াসহ নীতিমালা প্রণয়নের দাবী জানানো হয়েছে। খবর বিজ্ঞপ্তির।