3:17 pm , January 26, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় পয়সারহাট বন্দরে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভুত হয়ে যায়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ব্যবসায়ীদের ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে গৌরনদী, কোটালীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে দেড়ঘন্টায় অগুন নিয়ন্ত্রনে আনেন। বরিশাল ফায়ার সার্ভিস ডিফেন্স এর উপ-সহকারী পরিচলক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে আগুনের খবর পেয়ে দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামে।
ওই গ্রামের দিনমজুর মিরাজ সরদারের স্ত্রী ইতি বেগম জানান, তাদের বাড়ির পাশে দীর্ঘদিন থেকে জুয়া খেলা হয়। মোড়াকাঠী গ্রামের জুয়ারী মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কবির, নাসির উদ্দিন ও নয়ন এ আসর বসিয়েছে। শুক্রবার দুপুরে স্বামী মিরাজ সরদার জুয়ারীদের জুয়া খেলতে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়ারীরা ওইদিন রাতে তাদের ঘরে অগ্নিসংযোগ করে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের প্রাণে রক্ষা করলেও বসতঘর ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।