কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড - ajkerparibartan.com
কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড

3:29 pm , January 19, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ার ধানখালী ইউনিয়নে নির্মানাধীন ১৩২০ মেঘাওয়া ওয়াট পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপে অগ্নিকান্ডে পুড়েগেছে ১৫ লাখ টাকার গুরুত্বপূর্ণ মালামাল। শনিবার সকাল ১১টায় ওয়ার্কশপের ভিতর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিকের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রনে আনতে কলাপাড়া ও আমতলী দুই ইউনিটের ফায়ার সার্ভিস কর্মী ও তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী শাহমনি জিকো জানান, ওয়ার্কশপে প্রতিদিনের মতো শ্রমিকরা কাজ করছিলো। সকাল ১১টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডারসহ দাহ্য পদার্থ থাকায় মুহুর্তের মধ্যে আগুন গোটা ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় শ্রমিকরা পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে প্রায় আধাঘন্টা পর কলাপাড়া ও আমতলী ফায়ার সার্ভিসের দল সেখানে পৌছে বেলা একটায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সকল ধরণের কর্মকান্ড। আগুনে ওয়ার্কশপে থাকা বিভিন্ন মেশিন, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিঁনি জানান। কলাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা হয়েছে। আগুন লাগার কারনটি তদন্ত করে দেখা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT