বঙ্গবন্ধু উদ্যান লেকের লাল শাপলা রক্ষায় মেয়রের পানি সেচ বঙ্গবন্ধু উদ্যান লেকের লাল শাপলা রক্ষায় মেয়রের পানি সেচ - ajkerparibartan.com
বঙ্গবন্ধু উদ্যান লেকের লাল শাপলা রক্ষায় মেয়রের পানি সেচ

3:22 pm , January 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক আজকের পরিবর্তনে সংবাদ প্রকাশের পর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন লেকের লাল শাপলা বাচাতে এগিয়ে আসলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মৃত্যুর হাত থেকে লাল শাপলা রক্ষায় লেকটিতে সেচের মাধ্যমে পানির ব্যবস্থা করেছেন তিনি। ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান সহ নগরীর সৌন্দর্য ধরে রাখতে মেয়র সাদিক আবদুল্লাহ’র এমন উদ্যোগ সাধারণ মহলে নতুন করে আশা জাগিয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানাগেছে, নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পাশেই নির্মান করা হয়েছে জাতীর জনকের মুর‌্যাল। ওই মুর‌্যালের নিচ থেকে বয়ে গেছে একটি লেক। বান্দ রোড ও বঙ্গবন্ধু উদ্যানের মধ্যবর্তি স্থানে থাকা লেকটির সৌন্দর্য ফুটিয়ে তুলতে উদ্যোগ নেন বিসিসি’র সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। সে অনুযায়ী লেকটিতে লাল শাপলা রোপন করা হয়। পর্যায়ক্রমে লেকটির সর্বত্ত্ব লাল শাপলা ছড়িয়ে পড়ে। কাক ডাকা ভোরে কিংবা বিকালের সূর্যাস্তের পূর্ব মুহুর্তে ফুটন্ত লাল শাপলা বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে আসা ভ্রমন প্রিয়াসুতের মাঝে বাড়তি আনন্দের যোগান দেয়।
কিন্তু শুকনো মৌসুমে লেকের সৌন্দর্যবর্ধনকারী লাল শাপলা পানির অভাবে মরে যেতে শুরু করে। এরই মধ্যে অনেক শাপলা পানির অভাবে শুকিয়ে মরে গেছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দৈনিক আজকের পরিবর্তনে একটি ফটো ফিচার প্রকাশিত হয়। যা নজরে আসে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র। পরিবর্তনে প্রকাশিত ছবি ও লেখা দেখে তিনি ছুটে যান বঙ্গবন্ধু উদ্যানের ওই লেকটি পরিদর্শনের জন্য। সেখানে গিয়ে তিনি পাম্পের মাধ্যমে লেকে পানি বৃদ্ধির ব্যবস্থা করেন। মেয়র সাদিক আবদুল্লাহ’র এগিয়ে আসা লাল শাপলা’র সৌন্দর্য্য পূর্বের স্থানে ফিরিয়ে আনবে বলে মনে করছেন সাধারণ মহল।
লেকে পানি সরবরাহকালে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ছাড়াও বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ১০নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT