টিআইবির বক্তব্য অসৌজন্যমূলক, প্রত্যাখ্যান করছি: সিইসি টিআইবির বক্তব্য অসৌজন্যমূলক, প্রত্যাখ্যান করছি: সিইসি - ajkerparibartan.com
টিআইবির বক্তব্য অসৌজন্যমূলক, প্রত্যাখ্যান করছি: সিইসি

3:47 pm , January 16, 2019

পরিবর্তন ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র বক্তব্যকে অসৌজন্যমূলক দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, তাদের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছি।
গত মঙ্গলবার টিআইবি সংসদ নির্বাচন নিয়ে গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করে সংবাদ সম্মেলনে জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনের প্রতিটিতে এক বা একাধিক ভোটকেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪১ আসনে পড়েছে জাল ভোট। আর ৩৩ আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে।
এমন তথ্য প্রকাশের পর নির্বাচন কমিশন থেকে প্রতিক্রিয়ায় বলা হয়- টিআইবির প্রতিবেদন মনগড়া, পূর্বনির্ধারিত।
বুধবার (১৬ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এ বিষয়ে অবস্থান জানতে চাইলে কেএম নুরুল বলেন, এটা আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এটা ঠিক রিপোর্ট না। কারণ, পত্রপত্রিকার যে তথ্য পেয়েছি, তাতে এরকম কোনো অভিযোগ পাইনি। কোনো জায়গায় আপনারা (সাংবাদিকদের) এমন দেখাননিÍতারা (টিআইবি) যেভাবে বলেছে, নির্বাচনে সে ধরনের অনিয়ম হয়েছে।
সিইসি বলেন, শুধু গণমাধ্যম, আমাদের কর্মকর্তা, নির্বাচনী তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে তথ্য নিয়েছি। এমন হয়নি। টিআইবি যেরকম বলেছে, তার সতত্য নাই। আপনাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। একথাগুলো এভাবে বলা ঠিক হয়নি।
ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT