ডিবি কার্যালয়ে হ্যান্ডকাপ পরিহিত পীরের ভাইয়ের ইয়াবা সেবনের ছবি ভাইরাল ডিবি কার্যালয়ে হ্যান্ডকাপ পরিহিত পীরের ভাইয়ের ইয়াবা সেবনের ছবি ভাইরাল - ajkerparibartan.com
ডিবি কার্যালয়ে হ্যান্ডকাপ পরিহিত পীরের ভাইয়ের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

3:10 pm , January 11, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় চরমোনাই পীরের আপন চাচাত ভাইয়ের ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন ফেসবুকে তার আইডিতে ছবিটি শেয়ার করে। ছবিটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি নিয়ে ডিবি পুলিশের ভুমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে বিষয়টি বাস্তবে ইয়াবা সেবন নয়। ইয়াবা সেবন করার একটি ডামি চিত্র ফেসবুকে শেয়ার করা হয়েছে বলে দাবী করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বেলতলা খেয়াঘাট এলাকা থেকে ৮ পিস ইয়াবা সহ চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের আপন চাচাত ভাই সৈয়দ মাউদুত করিমকে আটক করে ডিবি’র এসআই ফিরোজ আলম’র নেতৃত্বাধিন টিম। মাউদুত সরদ উপজেলার চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠী এলাকার বাসিন্দা ও চরমোনাই পীরের চাচা মোবারক করিমের ছেলে। নাসির উদ্দিন মল্লিক বলেন, মাউদুত করিমকে গ্রেপ্তারের পরে হ্যান্ডকাপ পরিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় ডিবি কার্যালয়ে উপস্থিত সকলে তাকে দেখে বিস্মিত হয়। তার ইয়াবা সেবনের দৃশ্য দেখতে কৌতুহল সৃষ্টি হয় সংশ্লিষ্টদের মাঝে। আর তাই ডিবি কার্যালয়ে সকলের অনুরোধে মাউদুত করিম কিভাবে ইয়াবা সেবন করেন তা দেখান। তাই তার হাতে হ্যান্ডকাপ পড়া ছিলো।
সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, ঘটনাচক্রে ওই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারন করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। এমনকি পরবর্তীতে তা ফেসবুকে শেয়ার করে সে। তবে তা মুহুর্তের মধ্যেই আবার সরিয়ে ফেলেছে। অপরদিকে এসআই দেলোয়ার হোসেন বলেন, কৌতুহল বসত ছবিটি ফেসবুকে দিয়েছিলাম। তবে ছবিটি পোষ্ট করায় কিছুক্ষনের মধ্যেই আবার তা সরিয়ে ফেলেছি। ইয়াবা সেবনের ওই দৃশ্যটি বাস্তব নয়। তিনি কিভাবে ইয়াবা সেবন করেন তার ডামিমাত্র। তিনি বলেন, মাউদুত দীর্ঘ বছর ধরেই মাদক চক্রের সাথে জড়িত। ইতিপূর্বে আরো একবার তাকে হেরোইন সহ আটক করা হয়। তাছাড়া বৃহস্পতিবার রাতে ইয়াবা সহ আটক করার ঘটনায় ডিবি’র এসআই ফিরোজ আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলে প্রেরন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT