পদবিহীন নেতা নির্ভর জেলা ও মহানগর ছাত্রলীগ পদবিহীন নেতা নির্ভর জেলা ও মহানগর ছাত্রলীগ - ajkerparibartan.com
পদবিহীন নেতা নির্ভর জেলা ও মহানগর ছাত্রলীগ

3:16 pm , January 3, 2019

খান রুবেল ॥ আজ ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্যের ৭১ বছর পূর্তি। দিনটি উৎদযাপন ও স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য কর্মসূচি নেয়া হয়েছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে। তবে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও হাসি নেই বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ পদবঞ্চিত নেতা-কর্মীদের মাঝে। কেননা বিগত সাত বছর পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটির উপর ভর করে চলতে হচ্ছে তাদের। তবে বেশ খারাপ অবস্থা বিরাজ করছে মহানগর ছাত্রলীগে। কেননা জেলায় পূর্নাঙ্গ থাকলেও সব হারিয়ে এক সদস্যে পৌছেছে মহানগর কমিটি। তার মধ্যে সভাপতির নিস্ক্রিয়তার কারনে মহানগর ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার দায়িত্ব চাপছে পদবিহিন নেতাদের কাধে। তবে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের এমন পরিস্থিতির কারনে গত আট বছরে নেতৃত্বে আসতে পারেনি ত্যাগী নেতারা।বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, ২০১১ সালের ৯ জুলাই বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। মহানগর ছাত্রলীগে সাবেক মেয়র প্রায়ত শওকত হোসেন হিরন অনুসারী জসিম উদ্দিনকে সভাপতি, আবুল হাসানাত আবদুল্লাহ পরিবারের তৎকালিন আস্থাভাজন অসীম দেওয়ান সাধারণ সম্পাদক ও হিরন অনুসারী তৌসিফ আহমেদ রাহাতকে সাংগঠনিক সম্পাদক হন। তবে আবুল হাসানাত আবদুল্লাহ পরিবারের আস্থাভাজনদের নিয়ে গঠিত জেলা ছাত্রলীগে হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাতকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও আবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এদিকে এক বছর মেয়াদী বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের মেয়াদ উত্তির্ণ হয় ২০১২ সালের ৯ জুলাই। কিন্তু সেই কমিটি দিয়েই এখন পর্যন্ত চলছে জেলা ও মহানগর ছাত্রলীগের কার্যক্রম। অবশ্য এ সময়ের মধ্যেই ২০১৪ সালের ৯ জুন পুর্নাঙ্গ করা হয় মেয়াদ উত্তির্ণ জেলা কমিটি। তিন সদস্য থেকে ১০১ সদস্যে রূপ পায় জেলা ছাত্রলীগ। তবে নেতৃত্ব দুর্বলতা এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতার পালা বদলে নিস্ক্রিয়তায় রূপ নেয় মহানগর ছাত্রলীগ। গত আট বছরেও পুর্নতা পায়নি এই ইউনিট। বরং তিন সদস্য বিশিষ্ট কমিটি এখন এক সদস্যে পরিনত হয়েছে। জানা যায়, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান কলেজ ছাত্রী অপহরণ ও অস্ত্র মামলায় ফেসে যান। তার বিরুদ্ধে নারায়নগঞ্জ থানায় অস্ত্র আইন ও অপহারন মামলা হয়। তাই মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয় অসীম দেওয়ানকে। এর পূর্বে ছাত্র রাজনীতি থেকে বিদায় নেন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ আহমেদ রাহাত। যিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকুরী নেয়ার পাশাপাশি বৈবাহিক জীবনের সাথে জড়িয়ে পড়েন। শুধুমাত্র সভাপতি জসিম উদ্দিন টিকে আছেন মহানগর ছাত্রলীগে। তবে ক্ষমতার পালাবদলের কারনে কোনঠাসা হয়ে পড়েন তিনি। ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের দলীয় রাজনীতি থেকে পুরোটাই নিস্ক্রিয় হয়ে আছেন তিনি। যে কারনে মহানগর ছাত্রলীগ করুন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করছে। জেলা ও মহানগর ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতারা জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগের দিক নির্দেশনায় চলে ছাত্রলীগের কার্যক্রম। আর তাই কেন্দ্র থেকে বহুবার কমিটি দেয়ার প্রস্তুতি নিলেও তাতে ব্যর্থ হন কেন্দ্রিয় নেতারা। তারা বলেন, স্থানীয় রাজনীতিতে ক্ষমতার পালাবদল, সিটি নির্বাচন এবং সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে আটকে যায় জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি। তাই পূর্বের মেয়াদ উত্তির্ণ এবং বিবাহিত নেতাদের কাধে ভর করেই চলছে স্থানীয় ছাত্রলীগের কার্যক্রম। অবশ্য সংসদ নির্বাচন পরবর্তী কমিটি নিয়ে নতুন করে আকাঙ্খা জেগেছে জেলা ও মহানগর ছাত্রলীগের মধ্যে। সিনিয়র নেতাদের আশ্বাসের ঝুলি হয়ে পুনরায় পদ-পদবির জন্য তোড়জোড় শুরু করেছে পদবঞ্চিত নেতারা। তবে শেষ পর্যন্ত পদবঞ্চিত নেতাদের ভবিষ্যত কোন পর্যায়ে গিয়ে দাড়ায় তা নিয়ে হতাশার শেষ নেই সংশ্লিষ্টদের মাঝে।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর কর্মসুচীর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া মহানগরের আয়োজনে প্রত্যেক ইউনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বাদ আছর অনুষ্ঠিত হবে দোয়া মোনাজাত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT