বাকেরগঞ্জে এলজিইডি নির্মান করেছে ৪৪০ মিটার দীর্ঘ সেতু বাকেরগঞ্জে এলজিইডি নির্মান করেছে ৪৪০ মিটার দীর্ঘ সেতু - ajkerparibartan.com
বাকেরগঞ্জে এলজিইডি নির্মান করেছে ৪৪০ মিটার দীর্ঘ সেতু

3:19 pm , January 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ এলজিইডি প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে বরিশালÑপটুয়াখালীÑকুয়াকাটা/বরগুনা মহাসড়কের সাথে সংযুক্তকারী বাকেরগঞ্জÑগাড়–রিয়াÑগোবিন্দপুরÑফরিদপুরÑতুলাতলী সড়কে একটি পিসি গার্ডার সেতু নির্মানকাজ সাফল্যজনকভাবে সম্পন্ন করে যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে। ৪৪০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মানের ফলে বাকেরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের সাথে জেলা সদর সহ সারা দেশের সড়ক যোগাযোগ নির্বিঘœ হল। পাশাপাশি পটুয়াখালীর বাউফল ও দশমিনাউপজেলার সাথেও বরিশালের সংক্ষিপ্ত সড়ক সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি সেতুটির উপর দিয়ে দক্ষিনাঞ্চলের সর্ববৃহত উপজেলা বকেরগঞ্জের ১০টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠী দেশের মূল সড়ক যোগাযোগে সংযূক্ত হয়েছে। ফলে ঐ অঞ্চলের আর্থ সামাজিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলেও মনে করছেন অর্থর্নীতিবীদগন। বাকেরগঞ্জ ও সন্নিহিত এলাকার পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠী দেশের উন্নয়নের মূল ¯্রােতে সংযুক্ত হতে পারবে। এমনকি কৃষি নির্ভর এ অঞ্চলের কৃষকগনও তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পেয়ে উপকৃত হবেন বলেও মনে করছেন কৃষিবিদগন। পাশাপাশি পার্শ্ববর্তি বাউফল ও পিছিয়ে পড়া দশমিনা উপজেলার বিশাল জনগোষ্ঠীও এ সেতুর দিয়ে কুয়াকাটা Ñ পটুয়াখালী Ñ বরিশাল Ñ ঢাকা মহাসড়ক হয়ে দেশের মূল সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে।
বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পুরো প্রকল্পটির কারিগরি তত্ত্বাবধান সহ নির্মানকাজ সম্পন্ন করেছে। সম্পূর্ণ দেশীয় তহবিলের প্রকল্পের আওতায় মূল সেতুটি নির্মানে ব্যয় হয়েছে ৫২ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ৪৭৭ টাকা। এছাড়া সেতুটির দুপাশের সংযোগ সড়ক নির্মানে আরো ৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। সম্প্রতি সংযোগ সড়ক নির্মান শেষে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার সাধারন মানুষের মধ্যে নতুন প্রানের সঞ্চার হয়েছে।
৪৪০ মিটার দৈর্ঘ এবং ১৮ ফুট প্রস্থ ‘প্রী-স্ট্রেসড কংক্রীট গার্ডার’ পদ্ধতির এ সেতুটির দু প্রান্তে দুটি ‘এবাটমেন্ট’ ও ৯টি পিয়ার-এর উপর ভরা জোয়ার থেকে ৩০ ফুট উচ্চতায় নির্মান করা হয়েছে। সেতুটির দু প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ নির্মান করে মূল সড়কের সাথে সংযোগ প্রদান করা হয়েছে। মূল সেতুটির নির্মান কাজ সম্পন্ন করেছে ‘এমএম (বাশি)-এনটিএল-কেই জেভি’ নামের নির্মান প্রতিষ্ঠান। পরবর্তিতে ‘নবারুন ট্রেডার্স লিমিটেড’ সংযোগ সড়কের নির্মান কাজ সম্পন্ন করেছে ।
এ ব্যাপারে এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী এম মিজানুর রহমান জানান, তুলাতলি সেতুটি দক্ষিনাঞ্চলের পিছিয়ে পড়া একটি বড় এলাকার বিশলি জনগোষ্ঠীর আর্থ Ñ সামাজিক ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, এ সেতুটির নির্মান কাজ সাফল্যজনকভাবে সম্পন্ন করে এলজিইডি আরো একবার প্রমান করল, দেশের উন্নয়নে তারা যেকোন ধরনের চ্যালেঞ্জ গ্রহনে প্রস্তুত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT