পিরোজপুরে খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ পিরোজপুরে খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ - ajkerparibartan.com
পিরোজপুরে খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

3:18 pm , December 23, 2019

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুর সদর উপজেলার খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকান সহ স্থাপনা উদ্ধার করেছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার দুপুরে সদর উপজেলার সিকদার মল্লিক ও কদমতলা ইউনিয়নের পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কদমতলা ভাড়ানী খালের পাড়ের পাঁচপাড়া বাজারসহ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। এ সময় খালের সাড়ে ৮ কিলোমিটার জায়গায় গড়ে ওঠা ১০৯টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT