ইন্দুরকানীতে আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাছাই ইন্দুরকানীতে আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাছাই - ajkerparibartan.com
ইন্দুরকানীতে আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাছাই

3:08 pm , December 18, 2019

পিরোজপুর প্রতিবেদক ॥ ইন্দুরকানীতে আমন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার ইন্দুরকানী উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা মিলনয়াতনে এই লটারি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদআল মুজাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা,উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারন সম্পাদক গাজী আবুল কালাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুহিব্বুল্লা, উপজেলা আ-লীগ সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, উপজেলা উপ সহকারি কৃষি অফিসার সাঈদুর রহমান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসিন উদ্দিন হাওলাদার, পত্তাশী ইউপি সদস্য ফয়সাল মোর্শেদ কিছলু গাজী,ওসিএল এসডি হুমাউন কবির প্রমুখ। উলেখ্য উপজেলার প্রান্তিক চাষিদের কাছ এবছর আমন ধান ক্রয় করবে সরকার প্রতি কেজি ২৬ টাা দরে স্থানিয় প্রশাসনের মাধ্যমে এই ধান সংগ্রহ করা হবে। এবছরই প্রথম এই উপজেলায় আমন ধান ক্রয় করা হচ্ছে। ৫৮৮ জন কৃষকের মধ্যে উন্মুুক্ত ভাবে লটারির মাধ্যমে ৪০১ জন কৃষক বাছাই করা হয়েছে। এই উপজেলায় আমন সংগ্রহের লক্ষমাত্রা ৪০১ মেট্রিক টন নির্ধান করা হয়েছে বলে কতৃপক্ষ জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT