ঝালকাঠিতে টিসিবি’র পিয়াজ নিতে দীর্ঘ লাইন ঝালকাঠিতে টিসিবি’র পিয়াজ নিতে দীর্ঘ লাইন - ajkerparibartan.com
ঝালকাঠিতে টিসিবি’র পিয়াজ নিতে দীর্ঘ লাইন

3:14 pm , December 1, 2019

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে পিয়াজের দাম নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিকেজি ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি শুরু করেছে। রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী পিয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন ও পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২জন ডিলারের মাধ্যমে ৪হাজার কেজি পিয়াজ ন্যায্য মূল্যে বিক্রি শুরু হয়ে ৭টা পর্যন্ত একটানা বিক্রয় কার্যক্রম চলে। সন্ধ্যার পরও দীর্ঘ লাইনে গ্রাহকদের পেয়াজ ক্রয়ে অসুবিধা হচ্ছিল। এক সময় পেয়াজের ডিলার পেয়াজ বিক্রী বন্ধ করে দেওয়ার কথা বললে হৈই হৈই বেধে যায়। পরে পেয়াজ বিক্রী অব্যাহত করলে পরিস্থিতি শান্ত হয়। দাম বাড়ার পর এই প্রথম ঝালকাঠিতে খোলাবাজারে টিসিবি’র পিয়াজ বিক্রি শুরু হল। ১২টার অনেক আগে থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পিয়াজ কেনার জন্য ক্রেতাদের লম্বা লাইন দেখা যায়। ট্রাক পৌঁছানোর সঙ্গে সঙ্গে পিয়াজ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাগেছে, প্রথমবারের মতো ঝালকাঠিতে টিসিবির মাধ্যমে পিয়াজ বিক্রি হচ্ছে। প্রতিদিন এখানেই ৪ টন (৪ হাজার কেজি) পিয়াজ বিক্রি হবে। কেজিপ্রতি ৪৫ টাকা দরে একজন ১ কেজি পিয়াজ কিনতে পারবেন। বিভিন্ন পয়েন্টে বিক্রি করতে দিলে অনিয়ম হতে পারে তাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানায় সূত্রটি। প্রসঙ্গত, ঝালকাঠির বাজারে খুচরা পিয়াজ কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT