৫০ হাজার টন পেঁয়াজ আসছে -তোফায়েল ৫০ হাজার টন পেঁয়াজ আসছে -তোফায়েল - ajkerparibartan.com
৫০ হাজার টন পেঁয়াজ আসছে -তোফায়েল

2:54 pm , November 15, 2019

ভোলা প্রতিবেদক ॥ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি আশা করছেন খুব শিঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। ৫০ হাজার টন পেঁয়াজ জাহাজে করে আসছে। আগামী ৮/১০দিনের মধ্যে ওই পেঁয়াজ বাংলাদেশে পৌছে যাবে। তখন আমাদের চাহিদা পূরন হবে। গতকাল শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ, টিন ও চাল বিতরন করেন। ঐ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ব্যাবসায়ীদের আপন করে নিতে হবে। জবরদস্তি করে দাম কমাও, গ্রেফতার করে এ গুলো বাস্তব সম্মত নয়। এবারের ঘটনা থেকে ভবিষ্যতে শিক্ষা নিতে হবে। আমি যখন বানিজ্যমন্ত্রী ছিলাম, তখন ব্যবসায়ীদের সাথে সুন্দর সম্পর্ক রেখেই মন্ত্রনালয় চালিয়েছি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপতিত্বেও ত্রান বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ যুগ্ন-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, ইউপি চেয়ারম্যান হাসনাঈন আহমেদসহ জেলা ও উপজেলা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯৩জন ক্ষতিগ্রস্থ্যদের মাঝে নগদ ৬ হাজার টাকা, ২ বান টিনসহ চাল বিতরন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT