ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জীবন রক্ষাকারী বাহিনী-আনোয়ার হোসেন মঞ্জু এমপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জীবন রক্ষাকারী বাহিনী-আনোয়ার হোসেন মঞ্জু এমপি - ajkerparibartan.com
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জীবন রক্ষাকারী বাহিনী-আনোয়ার হোসেন মঞ্জু এমপি

3:03 pm , November 6, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি গুরুত্বপূর্ণ বাহিনী। ফায়ার সার্ভিস কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষের সেবা করে যাচ্ছে। এটি জীবন রক্ষাকারী বাহিনী। যখনি অগ্নিসহ কোনো দুর্ঘটনার খরব পায় তখনি তারা নিজেদেরজীবন বিপন্ন করে জনগণের জানমাল রক্ষা করে। গতকাল বুধবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় ফায়ার সার্ভিস স্টেশনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভান্ডারিয়ায় সার্ভিস ষ্টেশনটি র্নিমাণের পর থেকে অত্যন্ত সুনামের সাথে এই ষ্টেশনের কর্মীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের দুর্ঘটনায় সফলতার সাথে কাজ করছে। তাই তাদের কে সম্মান করতে হবে এবং তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচারণ করতে হবে। বর্তমান সরকার ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে। ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর স্টেশন অফিসার ফারুক হোসাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, জাতীয় যুবসংহতির উপজেলা আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক শিমুল আকন, সদস্য সচিব আফজাল সরদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিচান, যুগ্ম আহবায়ক আলআমিন সরদার প্রমুখ। আলোচনা শেষে অগ্নি নির্বাপক সাজ-সরঞ্জামাদি ও অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT