মাদক বিরোধী দশ দিনের অভিযানে আটক ৫০৭ মাদক বিরোধী দশ দিনের অভিযানে আটক ৫০৭ - ajkerparibartan.com
মাদক বিরোধী দশ দিনের অভিযানে আটক ৫০৭

6:17 pm , May 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ গত ১০ দিনে মহানগর ও রেঞ্জ পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০৭ জন আটক হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৮ হাজার ৮৫ পিস ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য। গত ১৮ থেকে ২৭ মে পর্যন্ত মাদক বিরোধী এই অভিযান পরিচালিত হয়। মহানগর ও রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে প্রেরিত পৃথক ই-মেইল বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মহানগর পুলিশের দেয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযানে প্রথম ১০ রোজায় ৭২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন তারা। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৬১১ পিস ইয়াবা, সাড়ে ১২ কেজি গাঁজা, ৭৫০ মিলিলিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধিন চার থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ব্যবসায়ী আটক হয়। এমনকি চার থানায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। প্রথম ১০ রমজানে পরিচালিত অভিযানের মধ্যে সর্বোচ্চ ১০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বন্দর থানা পুলিশ। তাছাড়া অভিযানে এক সময়ের মাদক স¤্রাট বিসিক বাবুলকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। এদিকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ১৮ মে প্রথম দশম রমজান পর্যন্ত রেঞ্জের ৬ জেলায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালানো হয়। যা এখনো চলমান রয়েছে। রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশনা ও সরসরি তদারকিতে গত ১০ দিনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা ও বরগুনা জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় মাদক ব্যবসা সহ মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৪৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ হাজার ৪৭৪ পিস ইয়াবা, ৩৩ কেজি ১২২ গ্রাম গাঁজা, ২৪ বোতল ফেন্সিডিল, ২৩ ক্যান বিদেশী বিয়ার ও ৪৯১ লিটার ৩শত মিলিমিটার দেশী মদ উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৬ জেলার সংশ্লিষ্ট থানা গুলোতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে ৩৪৭টি মামলা দায়ের করা হয়েছে। জেলা অনুযায়ী বরিশাল জেলায় ১০ দিনে এক হাজার ৩৪ পিচ ইয়াবা, ৪ কেজি ১৯৪ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার হয়েছে ৭৯ জন। মামলা হয়েছে ৭৩টি। পটুয়াখালী জেলায় দুই হাজার ৭৬ পিস ইয়াবা, ১১ কেজি ২৬৭ গ্রাম গাঁজা, প্রায় ৪ বোতল ফেন্সিডিল, ৪৯০ লিটার দেশী মদ সহ গ্রেপ্তার হয়েছে ১২২ জন। যার অনুকুলে মামলা হয়েছে ৮৫টি। ভোলা জেলায় ২৭৯ পিস ইয়াবা, ৬ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, বিদেশী বিয়ার ২৩ ক্যান, ৩শত মিলি লিটার দেশী মদ সহ গ্রেপ্তার হয়েছে ৮৬ জন। যার অনুকুলে মামলা হয়েছে ৭১টি। বরগুনা জেলায় ৮৩১ পিস ইয়বা, ২ কেজি ২৬০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার হয়েছে ৪৫ জন মাদক ব্যবসায়ী। যার অনুকুলে মামলা হয়েছে ৪৪ টি। পিরোজপুর জেলায় এক হাজার ৩৬ পিস ইয়াবা, ৭ কেজি ৮৯৪ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জনকে। এর অনুকুলে মামলা দায়ের করা হয়েছে ৫৫টি। এছাড়া ঝালকাঠী জেলায় রোজার প্রথম ১০ দিনে ২১৮ পিস ইয়াবা, ৭১৭ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল সহ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর অনুকুলে মামলা দায়ের করা হয়েছে ২৯ টি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT