অর্থ আত্মসাতে কাতার চ্যারিটি’র পরিচালকের বিরুদ্ধে মামলা অর্থ আত্মসাতে কাতার চ্যারিটি’র পরিচালকের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
অর্থ আত্মসাতে কাতার চ্যারিটি’র পরিচালকের বিরুদ্ধে মামলা

6:34 pm , May 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে মুন্সির তালুক আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও কাতার চ্যারিটি’র পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাগরদী সিকদারপাড়া সিডিসি’র উন্নয়নকর্মী সোহেলী রহমান বাদী হয়ে চীফ মেট্রোপলিটন আমলী আদালতে মামলা করেন। মামলায় ১২৫ জন সাক্ষী করা হয়। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। অভিযুক্ত মো. দেলোয়ার হোসেন ভুট্টো উজিরপুর ওটরা ইউনিয়নের মৃত আক্তার আলী ওরফে আক্কেল আলীর ছেলে এবং মুন্সির তালুক আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও কাতার চ্যারিটি’র পরিচালক। মামলাসূত্রে জানা গেছে, বাদী সোহেলী রহমান মাঠকর্মী হওয়ায় দেলোয়ারের সাথে তার পরিচয় হয়। এসময় দেলোয়ার কাতার চ্যারিটির পরিচালক হিসেবে সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডের দরিদ্র জনগণকে অল্প টাকায় গৃহ নির্মাণ ও গভীর নলকূপ বসানোর প্রস্তাব দেয়। এতে রাজি হয়ে ২০১৬ সালের ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গৃহ নির্মাণ ও গভীর নলকূপের বসানোর জন্য ১২০টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে মোট ৫৫ লাখ ৮০ হাজার টাকা নেয়। পরে কাজ না করে ঘুরাঘুরির এক পর্যায়ে সাক্ষীদের চাপের মুখে চলতি বছরের ১৮ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করে দেয়ার অঙ্গীকার করে ৩০০ টাকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে। এরপরও কাজ না করলে ২৮ জানুয়ারির মধ্যে সকল দরিদ্র মানুষের টাকা ফেরত দেয়ার কথা জানায়। গত ৩০ এপ্রিল সাক্ষীরা সহ বাদী অভিযুক্ত দেলোয়ারের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে। এ ঘটনায় গতকাল মামলা করলে বিচারক ঐ আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT