বরিশাল-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বরিশাল-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - ajkerparibartan.com
বরিশাল-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

2:59 pm , December 31, 2018

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দী করা ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জানাগেছে, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মহাজোট প্রার্থী জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নৌকা প্রতীকে, বিএনপি’র প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী হাতপাখা প্রতীকে ও জাকের পার্টির প্রার্থী বাদশা মিয়া মুন্সি গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেছিল।
মহাজোট প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনে ২ লক্ষ ৫ হাজার ৫ শত ২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দীতা করা বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩ শত ৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩ শত ৭৯ ভোট, জাকের পার্টির প্রার্থী বাদশা মিয়া (মুন্সি) গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৫ শত ১৪ ভোট। একারনে এই আসনের জহির উদ্দিন স্বপন, মোঃ রাসেল সরদার মেহেদী ও বাদশা মিয়ার জামানাত বাজেয়াপ্ত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান সাংবাদিকদের জানান, এই আসনে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে পরাজিত প্রার্থীদের নতুবা ওই প্রার্থীদের জামানাত বাজেয়াপ্ত হবে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT