বিএনপি জামায়াতের আরো ৪১ নেতা-কর্মী জেলে বিএনপি জামায়াতের আরো ৪১ নেতা-কর্মী জেলে - ajkerparibartan.com
বিএনপি জামায়াতের আরো ৪১ নেতা-কর্মী জেলে

2:55 pm , December 27, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিএনপি-জামায়াতের ৪১ নেতা-কর্মীকে জেলে পাঠিয়েছে আদালত। গ্রেফতারের পর গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারকগণ তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঐ ৪১ জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করে বরিশাল মেট্রোপলিটন চার থানা পুলিশ। এর মধ্যে কোতয়ালি মডেল থানা থেকে ১১ জন, কাউনিয়া থেকে ৮, বিমান বন্দর থেকে ১৪ ও বন্দর থেকে ৮ জন। সংশ্লিষ্ট থানার সরকারি নিবন্ধন কর্মকর্তাগন (জিআরও) সূত্রে জানা গেছে, কোতয়ালি থানা থেকে ১১ জনকে গত ২১ ডিসেম্বর নির্বাচন বানচালের উদ্দেশ্যে গোপন বৈঠক, ৩১ অক্টোবর খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নগরীতে যানবাহন ভাঙচুর সহ ২টি মামলায় আটককৃতরা হলো- শফিকুর রহমান ওরফে আবু সুফিয়ান, আনিছুর রহমান মিন্টু, রাহাত ফকির, অভিষেক ওরফে সোম অভি, আল আমিন আব্রান বেপারী, আবু হায়দার রানা, নাসির হোসেন সিকদার, সৈয়দ মো. লিয়ন, নাসির উদ্দিন সবুজ ধুরানী, জাহিদুল হক মাহফুজ ও মিলন হাওলাদার।
কাউনিয়া থানা থেকে জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন ধরণের নাশকতার কার্যকলাপ সংঘটিত করার পায়তারা ও চাঁদাদাবির অভিযোগে মামলায় ৮ জনকে জেলে পাঠানো হয়। এরা হলেন ওহাব সিকদার, মাসুম হাওলাদার, বাসেদ খান, আদম আলী হাওলাদার, মামুন সিকদার, মিজানুর রহমান মন্টু, রাশেদ সরদার ও মো. হানিফ। বন্দর থানা থেকে ১৮ ডিসেম্বর নির্বাচন বানচালের উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগ ও নৌকার প্রচার কর্মীকে মারধরের অভিযোগে করা মামলায় আরো ৮ জনকে জেলে পাঠানো হয়েছে। এরা হলেন- মশিউর আলম পলাশ, মাসুম মজুমদার, মো. মনসুর সিকদার, মনির হাওলাদার, বশির সিকদার, মালেক হাওলাদার, নুরুল ইসলাম খান ও সুলতান বিশ্বাস।
আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা করায় চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বিমান বন্দর থানা থেকে আটককৃতরা হলো- আব্দুল জলিল হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন আকন, সোহেল হাওলাদার, মো. ইব্রাহিম হাওলাদার, আল আমিন সরদার, নাদিম সরদার, নেছার উদ্দিন জাফর, মন্নান শরীফ, নূরে আলম হাওলাদার, শাহ আলম সিকদার, সুরুজ সিকদার কালু, শহিদুল ইসলাম, ফারুক হোসেন হাওলাদার ও সোহেল হাওলাদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT