শেষ দিনে মহাজোট ও ইসলামী আন্দোলনের শোডাউন ॥ মাঠে নেই বিএনপি শেষ দিনে মহাজোট ও ইসলামী আন্দোলনের শোডাউন ॥ মাঠে নেই বিএনপি - ajkerparibartan.com
শেষ দিনে মহাজোট ও ইসলামী আন্দোলনের শোডাউন ॥ মাঠে নেই বিএনপি

2:50 pm , December 27, 2018

রুবেল খান ॥ প্রচারনার শেষ দিনে জেলার সংসদীয় ছয়টি আসনে পৃথক পৃথকভাবে নির্বাচনী শোডাউন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের পাশাপাশি মোটর শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে শেষ দিনেও মিছিল, শোডাউন কিংবা প্রচারনায় দেখা মেলেনি বিএনপি প্রার্থীদের। শুধুমাত্র বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার গণসংযোগ করলেও বাকি ৫টিতেই নিরুদ্দেশ্য হয়ে আছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রচার প্রচারনার সুযোগ পাবে প্রার্থীরা। বুধবার জেলার ৩৮ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বৈঠক করে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টার পরে কোন প্রার্থী প্রচারনায় নামলে তা অবৈধ হিসেবে বিবেচিত হবে। এদিকে প্রশাসনের শেষ দিনে বরিশালের সংসদীয় ছয়টি আসনেই পৃথক পৃথক ভাবে মোটর শোভাযাত্রা করেছে মহাজোটের প্রার্থীরা। বিশেষ করে গতকাল বৃহস্পতিবার নগরীতে মোটার সাইকেল শোভাযাত্রা করেছে মহাজোট সমর্থিত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম। নগরীর কালিবাড়ি রোডে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে সিটি মেয়র সেরনিয়াবাতসাদিক আবদুল্লাহ ও নৌকার প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এর নেতৃত্বে বের হওয়া মোটর সাইকেল শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহানগরীর ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী সহ¯্রাধিক মোটর সাইকেল নিয়ে শোভা যাত্রায় অংশ নেয়। পাশাপাশি কৌকায় ভোট চেয়ে উন্নয়নের শ্লোগান সম্বলিত গানে গানে মুখর হয়ে ওঠে গোটা নগরী। তার আগে কালিবাড়ি রোডে নির্বাচনী সমাবেশ করেছে আওয়ামী লীগ। এসময় আগামী ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম ও মেয়র সাদিক আবদুল্লাহ।
তাছাড়া দুপুরে সদর আসনে শেষ বারের মত মোটার শোভাযাত্রা এবং হাত পাখা প্রতীকের পক্ষে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সদর আসনের প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীম এর নেতৃত্বে নগরীর ফজলুল হক এভিনিউ সড়কের জিরো পয়েন্টে নির্বাচনী সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে সেখান থেকে হাতপাখা প্রতীকের পক্ষে বিশাল এক মোটর শোভাযাত্রা বের করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর আসনের প্রার্থী সৈয়দ ফয়জুল করীম এর নেতৃত্বে বের হওয়া মোটর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও দুপুরের পর বরিশালের অন্যান্য সংসদীয় আসন গুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পৃথক পৃথক ভাবে ভোট চেয়ে মোটর শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে শেষ দিনেও বিএনপি’র প্রার্থীদের দেখা যায়নি। সকালের দিকে বরিশাল সদর-৫ আসনে ঐক্যফ্রন্ট সমর্থীত বিএনপি’র ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নগরীর বিভিন্ন এলাকায় পূর্বের ন্যায় দু’একজন নেতা-কর্মীকে সাথে নিয়ে গণসংযোগ করেছেন। এসময় তিনি ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে সাধারণ জনগনকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তবে বরিশাল বরিশাল-১ আসনে বিএনপি’র জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, বরিশাল-৪ আসনে নুরুর রহমান জাহাঙ্গীর এবং বরিশাল-৬ আসনে আবুল হোসেন খানকে গণসংযোগ করতে দেখা যায়নি। পাঁচটির আসনের মধ্যে শুধুমাত্র বরিশাল-৩ আসনে বিএনপি’র এ্যাডভোকেট জয়নুল আবেদীন এর কিছু নির্বাচনী পোষ্টার-ব্যানার থাকলেও বাকি প্রার্থীদের পোষ্টার ব্যানারও দেখা যায়নি নির্বাচনী এলাকায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT