বৈষম্যমুলক আচরণ করা যাবে না-ইসি কবিতা খানম বৈষম্যমুলক আচরণ করা যাবে না-ইসি কবিতা খানম - ajkerparibartan.com
বৈষম্যমুলক আচরণ করা যাবে না-ইসি কবিতা খানম

3:13 pm , December 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে উৎসব মুখর পরিবেশের কথা বলছি তা যেন শংকায় পরিনত না হয়। নির্বাচনে অংশ নেয়া দলগুলো যাতে সমান সুযোগ পায় তা নিশ্চিত করবেন। কোন বৈষম্যমুলক আচরণ করা যাবে না। কেননা সারা বিশ্ব আজ আপনাদের এবং আমাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা যেন প্রশ্নবিদ্ধ না হয়। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক আইনানুগ ভাবে দায়িত্ব প্রতিপালন করবেন। এজন্য নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল বিভাগীয় সদরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
তিনি আরো বলেন, যে সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন উঠিয়ে আনা খুবই সম্ভব। আপনারা মাঠ পর্যায়ে একে অপরের পরিপুরক হয়ে সমন্বিত ভাবে কাজ করুন। সবাইকে লক্ষ রাখতে হবে নির্বাচন এবং ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ যাতে হারিয়ে না যায়। ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকলে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলবে। তাই ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে হবে। কমিশন চায় আপনাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করুন। আইনের অবৈধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধানে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এ ক্ষেত্রে কোন ব্যত্বয় ঘটলে কাউকে ক্ষমা করা হবে না বলে হুশিয়ারী দেন তিনি।
রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, রিটার্নিং কর্মকর্তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে কমিশন। আপনার ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। আইনের অপ ব্যবহার করবেন না। কমিশনের এ নির্দেশনা যেন বক্তৃতার মধ্যে সিমাবদ্ধ না থাকে। নির্দেশনাগুলো প্রতিপালন করে একটি সুষ্ঠু নির্বাচন তুলে আনার জন্য কমিশন আপনাদের সর্বাত্মন সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সপ্তম পদাতীক ডিভিশনের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম সহ বরিশাল বিভাগের ৬ জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল থানার অফিসার ইন-চার্জ ও পরিদর্শক, সেনা, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, নির্বাচন কর্মকর্তা, কোস্টগার্ড, আনসার বাহিনী সহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দু’দিনের সফরে বরিশালে আসেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। বৃহস্পতিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা ও র‌্যালীতে অংশ নিবেন তিনি। এছাড়া দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বরিশাল সদর আসনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষক কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT