অভিমান ভুলে সরোয়ারের পাশে কামাল অভিমান ভুলে সরোয়ারের পাশে কামাল - ajkerparibartan.com
অভিমান ভুলে সরোয়ারের পাশে কামাল

3:16 pm , December 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নানা মান অভিমান ভূলে অবশেষে বরিশাল সদর আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচারনায় নেমেছেন সদ্য বিদায়ী মেয়র আহসান হাবিব কামাল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চরকাউয়া এলাকায় সিটি কর্পোরেশনের সাবেক এ দুই মেয়র নির্বাচনী প্রচারনা করেছেন। প্রচারনার নবম দিনে এসে সরোয়ারের পক্ষে আহসান হাবিব কামালের আনুষ্ঠানিক সমর্থনে বেশ উৎফূল্ল বিএনপি নেতা কর্মিরা। চরকাউয়ার খেয়াঘাট এলাকার স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মি সভায় একমঞ্চে বরিশাল বিএনপির শীর্ষ এ দুনেতা ধানের শীষকে বিজয়ী করার জন্য একসাথে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহভান জানান। কর্মি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, কোতয়ালী বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাবু,বিএনপি নেতা এনায়েত হোসেন বাচ্চু সহ সদর উপজেলঅর বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
কর্মি সভায় বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, বর্তমান সরকার জুলুম অত্যাচারের সকল মাত্রা ছাড়িয়ে গেছে । তারা বিএনপিকে নিশ্চিহৃ করার মিশনে নেমেছে। কোন দমন নিপীড়ন করে বিএনপিকে রাজনীতি থেকে দুরে সরানো যাবেনা কারন বিএনপির সাথে এদেশের জনগন রয়েছে । কিন্তু জনবিচ্ছিন্ন আওয়ামীলীগ শুধুমাত্র বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় । আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে সরকারের পালানোর পথ থাকবে না । সুষ্ঠ নির্বাচন না হলে সরকারকে তার দায় নিতে হবে। সভায় আহসান হাবিব কামাল বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। তাই দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য আমাদের সকলকে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনে বিজয়ী করার জন্য সরোয়ারের পাশে থাকার আশ^াস দেন তিনি। উল্ল্যেখ্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্তি নিয়ে এ দুনেতার সম্পর্কের অবনতি হয়। এর জের ধরে সিটি নির্বাচনে সরোয়ারের পক্ষে কোন প্রচারনায় নামেননি কামাল। এবার সংসদ নির্বাচনেও কামাল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন । দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী মাঠ থেকে সরে দাড়ালেও সরোয়ারকে মনোনয়ন না দেয়ার বিষয়ে অরো কয়েকজনের সাথে একাট্টা ছিলেন কামাল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT