3:10 pm , December 17, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে ৭৫ বছরের বেশি বয়স্ক প্রবীণ পেনশনারগণকে সম্মাননা ও সেবা প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মো. এ.কে আজাদ খানের সভাপতিত্বে সভায় ৮০ থেকে ৯০ বছর বয়সী ২৮ জন পেনশনার উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেক পেনশনারকে ১টি করে পবিত্র ধর্মগ্রন্থ, ১টি নোটবুক ও সিরামিক মগ প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানের সভাপতি মো. এ.কে আজাদ খান তার বক্তব্যে বলেন, সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমের আওতায় মাসিক পেনশন/চিকিৎসা ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সেবা প্রদান কার্যক্রম শুরু করেছে। যা পর্যায়ক্রমে সারাদেশে চালু হবে। এতে করে কোন পেনশনারকে বিল দাখিল বা হাজিরা দিতে হবে না। এতে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যবহার করে তার পেনশন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন। প্রবীন পেনশনারগণের মধ্যে বক্তব্য রাখেন মো: শামসুদ্দিন, মো: জয়নাল আবেদীন, ফরহাদ হোসেন, কাজী মিজানুর রহমান সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সুপ্রীম কোর্ট, পেনশনারগণ তাদের বক্তব্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানের জন্য ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।