শহীদ খান ছিলেন জনপ্রিয় ছাত্রনেতা শহীদ খান ছিলেন জনপ্রিয় ছাত্রনেতা - ajkerparibartan.com
শহীদ খান ছিলেন জনপ্রিয় ছাত্রনেতা

3:23 pm , December 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আশির দশকের ছাত্রনেতা, বিএম কলেজ ছাত্র সংসদের জি.এস শহীদ খানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার “৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ”র আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শহীদ খানের স্মৃতিচারণ করে ৮০‘র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে এড. কেবিএস আহমেদ কবির বলেন, শহীদ খান ঐ সময়ে জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন। তার হাত ধরে অনেকেই ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। এমনকি তিনি নিজেও তার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছেন এবং তার দেখানো পথ অনুসরণ করেই রাজনৈতিক অঙ্গণে নিজের অবস্থান গড়ে নিয়েছেন। তিনি আরো বলেন, বরিশালে এমন অনেক নেতা রয়েছেন যারা শহীদ খানের হাতে তৈরি এবং আওয়ামী লীগের রাজনীতিতে ভালো অবস্থানে রয়েছেন। তার যদি অকাল মৃত্যু না হতো, তাহলে তিনিও বর্তমানে ভালো অবস্থানে থাকতেন। দোয়া-মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মো. ইউনুস এমপি, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, এড. লস্কর নুরুল হক, এড. আনিস উদ্দিন আহমেদ শহীদ, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান খান দুলাল, এড. আব্দুল হাই মাহবুব প্রমুখ। এরপূর্বে সকাল ৯টায় মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণ করে সংগঠনের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT