বরিশালের ৬ আসনে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ আ’লীগ বরিশালের ৬ আসনে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ আ’লীগ - ajkerparibartan.com
বরিশালের ৬ আসনে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ আ’লীগ

3:13 pm , December 12, 2018

খান রুবেল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুনরুজ্জীবিত হয়ে ওঠেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। সদর সহ বরিশালের ৬টি আসনে মহাজোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একাট্টা হয়েছেন তারা। স্ব স্ব আসনে জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে প্রচারাভিযান করছে দলীয় প্রার্থীর পক্ষে। এর ফলে আওয়ামী লীগের তৃনমুলেও বইছে নির্বাচনী আমেজ। অবশ্য দলীয় প্রার্থীর পক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে তোলার পেছনে সক্রিয় ভুমিকায় রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী মর্যাদার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও তার জ্যেষ্ঠপুত্র বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এবারের নির্বাচনে বরিশালের ৬টি আসন দলের সভানেত্রীকে উপহার দেয়ার ঘোষনাও দিয়েছেন তারা। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ৬টি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে মহাজোট। যার মধ্যে বরিশাল সদর সহ ৪টি আসনে রয়েছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী। বাকি দুটিতে মহাজোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একটি আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির প্রার্থী। তবে প্রার্থী যে দলেরই হোক ছয়টি আসনে মহাজোটের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। বিশেষ করে বরিশাল সদর-৫ আসনে নৌকার বিজয় চ্যালেঞ্চ হিসেবে নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আর তাই দলীয় প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এর বিজয় নিশ্চিত করনের মাধ্যমে সদর আসনকে আওয়ামী লীগের ঘাটিতে রূপান্তরের পরিকল্পনা তাদের। এজন্য প্রতীক পাওয়ার পর পরই মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে প্রচারনায় নেমে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা। প্রতীক পাওয়ার পরে নৌকার প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুককে নিয়ে লিফলেট বিতরণ করেন।
তাছাড়া ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক। প্রতিদিন ২ থেকে ৩টি করে ওয়ার্ডে উঠন বৈঠক করছেন জাহিদ ফারুক শামীম। প্রতি উঠান বৈঠকেই উপস্থিত থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে ভোট চাইছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যে কারনে আসন্ন নির্বাচনে এই আসনে নৌকার বিজয় নিশ্চিত বলে ধরে নিয়েছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী বলেন, বর্তমানে আমরা একজন নেতার নির্দেশেই কাজ করছি। তিনি হলে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। ওনার দিক নির্দেশনাতেই জেলা ও মহানগর আওয়ামী লীগ এগিয়ে চলছে। সাবেক এমপি মরহুম শওকত হোসেন হিরন এর মৃত্যুর পরে মহানগর আওয়ামী লীগকে সু-সংগঠিত করেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার প্রচেষ্টাতেই গত তিন বছরে মহানগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগকে সু-সংগঠিত হয়েছে।
তাছাড়া গেলো সিটি নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগ একটি শক্ত অবস্থ’ানে চলে আসে। যে কোন সময়ের থেকে বর্তমান আওয়ামী লীগ খুবই শক্তিশালী। যার ভালো দিক পার্লামেন্ট নির্বাচনে উঠে এসেছে। এ নির্বাচনে আমরা অন্যসব দলের থেকে অনেক শক্তিশালী। তাই সদর আসনে নৌকার বিজয়ের ক্ষেত্রেও আমরা শতভাগ আশাবাদী।
কেননা বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন একটি দল। ঠিক তার উল্টোটা আওয়ামী লীগ। আমাদের সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ সকল ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ন। আওয়ামী লীগের সময়ে যে উন্নয়ন হয়েছে তা আগে কখনই হয়নি। উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলা দারিদ্রমুক্ত বাংলাদেশ আজ বিভিন্ন দিক থেকে এগিয়ে যা”েছ। সব থেকে বড় কথা বাংলাদেশ মানুষ এখন খেয়ে পড়ে ভালোভাবেই বেচে আছে। আর তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে জনগন আওয়ামী লীগকে ভোট দিবে। আমরাও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে সদর আসনের নৌকার প্রার্থীকে বিজয় করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT