বরিশাল মুক্ত দিবস পালন বরিশাল মুক্ত দিবস পালন - ajkerparibartan.com
বরিশাল মুক্ত দিবস পালন

3:18 pm , December 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মুক্ত দিবস উপলক্ষে নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় নগরীর বগুড়া রোডের জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এ সভা আয়োজন করে। বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড. তালুকদার মোঃ ইউনুস এমপি। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের মুক্তিযোদ্ধাদের একটি সম্মানের স্থানে বসিয়েছে। মুক্তিযুদ্ধের স্লোগান ছিল জয় বাংলা। যারা জয় বাংলা বলে না তারা মুক্তিযোদ্ধা হতে পারে না। সভায় অন্যান্যদের মাধ্যে বক্তৃতা করেন সদর আসনের মহাজোটের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, মহানগর ডেপুটি কমান্ডার শাহজাহান হাওলাদার, সাব সেক্টরের দ্বিতীয় কমান্ডার আব্দুল হক বীর বিক্রম, বরিশাল সদর ডেপুটি কমান্ডার আব্দুর রব, উপজেলা কমান্ডার আনসার উদ্দিন হাওলাদার, সাব সেক্টর বিভাগীয় সভাপতি প্রদীপ কুমার ঘোষ পুতুল, এ্যাড ফজলুর রহমান। পরে মুক্তিযোদ্ধারা র‌্যালি বের করে। র‌্যালিটি মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বের হয়ে বগুড়া রোড প্রদক্ষিন করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT