স্বাধীনতা বিরোধীদের দয়া করে ভোট দেবেন না -আবুল হাসানাত আবদুল্লাহ স্বাধীনতা বিরোধীদের দয়া করে ভোট দেবেন না -আবুল হাসানাত আবদুল্লাহ - ajkerparibartan.com
স্বাধীনতা বিরোধীদের দয়া করে ভোট দেবেন না -আবুল হাসানাত আবদুল্লাহ

3:15 pm , December 8, 2018

গৌরনদী প্রতিবেদক ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের দয়া করে ভোট দেবেন না। তাদের ভোট দিলে পুনরায় স্বধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা ওড়বে, স্বাধীনতার জন্য জীবন দানকারী সকল শহীদ, মা-বোনদের ইজ্জত কলংকিত হবে। ওরা ক্ষমতায় আসলে দেশে আবার হত্যা আর কু-রাজনীতি শুরু করবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিন। শনিবার বিকেলে উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। সভায় নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচএম শাহজাহান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান , যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাহিদা আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT