3:07 pm , December 2, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে মাত্র দু’জন স্বতন্ত্র প্রার্থী চুড়ান্ত হয়েছেন। বাকিরা সবাই জালিয়াতি সহ বিভিন্ন কারনে বাদ পড়েছেন। প্রার্থী চূড়ান্ত হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী হলেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং অপরজন বরিশাল-৬ আসনে মোহাম্মদ আলী তালুকদার।
রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জেলার ৬টি সংসদীয় আসনে ৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার বাছাইতে ৬ জনের মনোনয়নপত্রেই নানা ত্রুটি-বিচ্যুতী ধরা পড়ে। যারা বাতিল হয়েছেন তারা তাদের এক পার্সেন্ট সমর্থক ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম উল্লেখ করেছেন। আবার কারো কারো ভোটার তালিকায় উল্লেখ করা সমর্থকদের খুঁজে পায়নি নির্বাচন কর্মকর্তারা।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিকে যাওয়া বাকেরগঞ্জ-৬ আসনে মোহাম্মদ আলী তালুকদারের মনোনয়নপত্রটিও প্রথম পর্যায়ে বাতিল করা হয়। অবশ্য তাকে ত্রুটি সংশোধের সুযোগ দেয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে মনোনয়পত্রের বৈধতা নিশ্চিত করেন মোহাম্মদ আলী।
তবে একমাত্র বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান এর মনোনয়নপত্রে কোন ত্রুটি-বিচ্যুতি খুঁজে পায়নি রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা। যে কারনে সহসাই মনোনয়নপত্রের বৈধতা পেয়ে যান বাবুগঞ্জ-মুলাদী উন্নয়নের স্বপ্নদ্রষ্টা আতিকুর রহমান। তার মনোনয়নপত্রের বৈধতা এবং প্রার্থীতা চূড়ান্ত হওয়ার বিষয়টি নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে আনন্দ, উস্যহ-উদ্দিপনা ছড়িয়ে পড়ে। দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে, বাজারে গ্রামে গ্রামে সুকরানা আদায় করা হয়।
মনোনয়ন চূড়ান্ত হওয়া পরবর্তী এক প্রতিক্রিয়া স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আতিকুর রহমান আল্লাহ’র প্রতি ক্রিতজ্ঞতা ও সুকরানা আদায় করে বলেন, আল্লাহর অশেষ রহমত যে আমি কোন প্রকার হয়রানী বা ঝামেলা ছাড়াই চূড়ান্ত প্রার্থী হতে পেরেছি। আমার নিজের কোন চাওয়া পাওয়া নেই। দুই উপজেলার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকলের সার্ভিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ। আমি বিশ্বাস করি জনগন আমাকে সেই সুযোগ করে দিবে। আল্লাহ’র ইচ্ছায় আমি নির্বাচিত হলে মুলাদী-বাবুগঞ্জ এই দুটি উপজেলায় সরকারের চলমান উন্নয়নের ধারা আরো সুদৃঢ় হবে।