3:10 pm , November 27, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে করা স্ত্রী’র মামলায় বন বিভাগের এক কর্মকর্তাকে জেলে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ধার্য তারিখে চীফ মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে বনবিভাগ কর্মকর্তা মামুন হোসেন বেপারী। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মারুফ আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। জেলে যাওয়া মামুন বানারিপাড়া পৌরসভার মৃত জয়নাল আবেদিনের ছেলে এবং বরগুনা পাথরঘাটা বনবিভাগের ভিট কর্মকর্তা। আদালত সুত্র জানায়, এর আগেও একবার স্ত্রীকে যৌতুকের দাবীতে মারধর করে মামুন। পরে বানারিপাড়া থানায় মামলা করলে আপোষ মিমাংসার কথা বলে মামলা তুলে নেয়। পরবর্তিতে পুনরায় গত ৭ সেপ্টম্বর ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী সাবনিা ইয়াসমিনকে নির্যাতন করে দুই কন্যা সন্তানসহ তাড়িয়ে দেয়। পরে যৌতুক না দিলে অনত্র বিয়ের হুমকিতে আদালতে মামলা করে সাবিনা। বিচারক মামলাটি আমলে নিয়ে সমনের নির্দেশ দেন। গতকাল সমনের ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ওই আদেশ দেন।