দলীয় মনোনয়ন নিয়ে ফেরা প্রার্থীদের সংবর্ধনা বিরাজ করছে নির্বাচনী আমেজ দলীয় মনোনয়ন নিয়ে ফেরা প্রার্থীদের সংবর্ধনা বিরাজ করছে নির্বাচনী আমেজ - ajkerparibartan.com
দলীয় মনোনয়ন নিয়ে ফেরা প্রার্থীদের সংবর্ধনা বিরাজ করছে নির্বাচনী আমেজ

3:06 pm , November 27, 2018

খান রুবেল ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের টিকেট নিয়ে নগরীতে স্ব স্ব নির্বাচনী এলাকায় ফিরছেন বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা। এরই মধ্যে গতকাল মঙ্গলবার বিভাগের সর্বোচ্চ মর্যাদাপুর্ন সদর-৫ আসনে দলের মনোনয়ন পাওয়া ওই দুই দলের দুই নেতা নগরীতে এসেছেন। নদী পথে আসা এই দুই নেতাকে স্ব স্ব দলের পক্ষ থেকে সংবর্ধনা জানিয়েছেন নেতা-কর্মীরা। বিশেষ করে নৌকার মাঝি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে নৌ বন্দরে সংবর্ধনা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এদিকে সকালে লঞ্চঘাটে সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড মজিবর রহমান সরোয়ারকে সংবর্ধনা দেয়া হয়। বিকালে আকাশ পথে আসা বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীনকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতা কর্মীরা আওয়ামী লীগ ও বিএনপিই নয়, তাদের শরিক সহ অন্যান্য ছোট-বড় দলগুলোতেও চলছে নির্বাচনে অংশগ্রহনের শেষ প্রস্তুতি। তাই এখন চলছে নির্বাচনী আমেজ আর উৎসব মুখর পরিবেশ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর তাই এরই মধ্যে সোমবার বরিশাল বিভাগে বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষনা করেছে ঐক্যফ্রন্ট। তার আগেই বরিশালের ১৪টি আসনে দলের প্রার্থী চূড়ান্ত করে সরকার দলীয় আওয়ামী লীগ। আনুষ্ঠানিক প্রার্থী ঘোষনা না করলেও বরিশালের ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টিও। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের পরে তা জমা দিতেও শুরু করেছেন।
এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার একদিন বাকি থাকতেই গতকাল মঙ্গলবার বরিশালে ফিরেছেন সদর আসনের আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনিত দুই প্রার্থী। এদের মধ্যে ভোর রাতে মনোনয়নপত্র নিয়ে নৌ পথে লঞ্চযোগে যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। টানা তিন বারের এমপি ও বরিশাল সিটি’র প্রথম এবং সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের বরিশাল আগমনের খবরে গভির রাত থেকেই নৌ বন্দরে নেতা-কর্মীদের উপস্থিত বাড়তে থাকে। ভোর রাতে লঞ্চঘাটে পৌছানো মাত্রই মজিবর রহমান সরোয়ার অপেক্ষমান নেতা-কর্মীদের হাত উচিয়ে অভিভাদন জানান। মুহুর্তের মধ্যে বেগম খালেদা জিয়া, মজিবর রহমান সরোয়ার ও ধানের শীষের শ্লোগে মুখোরীত হয়ে ওঠে গোটা নৌ বন্দর এলাকা।
অপরদিকে মজিবর রহমান সরোয়ার লঞ্চ থেকে নামার পরে বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নৌ বন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে কাউনিয়া এলাকায় সরোয়ারকে নিজ বাস ভবনে পৌছে দেন নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, যুবদল বরিশাল মহানগর এর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। তিনি আজ বুধবার দলীয় মনোনয়নপত্র জমা দিবেন।
অপরদিকে দুপুরে বরিশাল নৌ বন্দরে বর্ণাঢ্য সংবর্ধণা দেয়া হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে। বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে শত শত নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
এর আগে দুপুরে গ্রীন লাইনে ওয়াটার ওয়েজে ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে বরিশালে পৌছান কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। তার আগমনের অপেক্ষায় দুপুর থেকেই নৌ বন্দরে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী নৌ বন্দরে অবস্থান নেয়। তাছাড়া জাহিদ ফারুক শামীমকে বরিশালে গ্রহন এবং অভিনন্দন জানাতে ভোর রাতে নৌ পথে বরিশালে পৌছান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার নেতৃত্বেই দুপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌ বন্দরে অবস্থান নেন। জাহিদ ফারুক শামীম বরিশালে পৌছানো মাত্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকার শ্লোগানে মুখোর হয়ে ওঠে নৌ বন্দর এলাকা। তিনি গ্রীনলাইন থেকে নামার পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার হাতে ফুলেল তোড়া তুলে দেন।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকালে বিমান যোগে বরিশালে আসেন ধানের শীষ প্রতীক পাওয়া বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। বরিশাল-৩ আসনে তার সাথে মনোনয়ন পাওয়া অপর ভাইস চেয়ারম্যান বেগম সালিমা রহমানকে সাথে নিয়েই নির্বাচনী এলাকায় আসেন তিনি। বিমানবন্দরে বাবুগঞ্জ ও মুলাদী বিএনপি এবং জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতা কর্মীরা তাকে অভিবন্দন জানান। পরে মোটর শোভাযাত্রা সহকারে তাকে নগরীতে নিয়ে আসা হয়।
এদিকে বরিশাল জেলা সহ বিভাগের আসনগুলোতে আওয়ামী লীগ ও বিএনপি’র অন্যান্য যারা পেয়েছেন তারাও আজ দুপুরের মধ্যে বরিশালে পৌছবেন বলে জানাগেছে। কেননা আজ বিকাল ৫টার মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। অনেকে রাতেই নৌ এবং সড়ক পথে মনোনয়ন নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT