3:25 pm , November 25, 2018
আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা ॥ সকল জল্পণা কল্পনার অবসান ঘটিয়ে পটুয়াখালী ৪ আসনে (কলাপাড়া-রাঙ্গাবালী) আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন ধুলাসার জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ মুহিবুর রহমান মুহিব। পটুয়াখালী ৪ আসনে সাবেক সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ ৩১ জন মনোনয়ন ফরম ক্রয় করেন। মনোনয়ন প্রত্যাশীদের মাঠের অবস্থান এবং বিগত দিনের রাজনৈতিক কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড সাবেক এই ছাত্রলীগ ও যুবলীগ নেতা বর্তমান জেলা আওয়ামীলীগের সহ সম্পাদক অধ্যক্ষ মহিবুর রহমানকে নৌকার মাঝির দ্বায়িত্বভার দেন।
পটুয়াখালী ৪ আসনটি আওয়ামীলীগের ঘাঁটি। কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলা ও কুয়াকাটা পৌরসভা নিয়ে পটুয়াখালী ৪ সংসদীয় আসন। এ আসনে পায়রা সমুদ্র বন্দর,তাপ বিদ্যুৎ কেন্দ্র,কুয়াকাটা পর্যটন নগরী,দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সহ গুরুত্বপুর্ণ সব স্থাপণা রয়েছে এখানে। প্রধানমন্ত্রীর যত উন্নয়ন পরিকল্পণা এই আসনটি নিয়ে। তাই প্রধানমন্ত্রী এই আসনে আওয়ামীলীগের যোগ্য উত্তরসুরী নির্বাচনে কোন ভূল সিদ্ধান্ত করলে আওয়ামীলীগের এই দূর্গে হানা দিতে পারে বিএনপি জামাত জোট। মহিবুর রহমান মুহিব গত কয়েকটি নির্বাচনে এই আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েও পাননি। সেই বিবেচনা থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন বোর্ড অধ্যক্ষ মহিবুর রহমান মুহিবকে নির্বাচিত করেছেন।