বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ও সম্মাননা অনুষ্ঠিত বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ও সম্মাননা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ও সম্মাননা অনুষ্ঠিত

3:32 pm , November 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সাধারন সভা ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার সন্ধ্যায় বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে সাধারণ সভার সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য এবং সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করা হয়। এর আগে এ্যাসোসিয়েশনের সভাপতি ও নগরীর বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি কাজী মফিজুল ইসলাম কামাল এবং সাধারন সম্পাদক ডা.আনোয়ার হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের ফুল দিয়ে বরন, ক্রেষ্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এছাড়া কমিটির কার্য নির্বাহী অন্যান্য নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
সভাপতির বক্তৃতায় অ্যাসো-সিয়েশনের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল বলেন, বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসো-সিয়েশনের প্রতিটি প্রতিষ্ঠান নিবন্ধনধারী। সরকারী বিধি মোতাবেক যে সকল প্রতিষ্ঠানে শতভাগ নিয়ম অবলম্বন করে ব্যবসা পরিচালনা করে তারাই কেবল এই এ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। যারা নিয়ম অনুযায়ী ব্যবসা পরিচালনা করেন না তাদেরকে আমরা এখানে অন্তর্ভুক্ত করিনি । এছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক একটি সেবাধর্মী ব্যবসা প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে চিকিৎসা নিতে আসা রোগীদের দিকে মানবিক কারণে আমাদের কিছু ভূমিকা পালন করা উচিত। দরিদ্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সকলকে বিবেচনা করতে হবে। এছাড়া অর্ধ বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আনোয়াার হোসেন জানান, খুব শিঘ্রই অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আমরা কার্যক্রম করতে পারব। এছাড়া অ্যাসোসিয়েশনের জনবল নিয়োগ, বার্ষিক বনভোজন, আয় ও ব্যায়ের বিভিন্ন বিবরণী সকল সদস্যদের মাঝে তুলে ধরা হয়।
বার্ষিক সাধারন সভায় অন্যান্যদের মধ্যে এ্যাসো-সিয়েশনের সহ-সভাপতি মাহবুব আলম, ডা. এস এম জাকির হোসেন, এ্যাসো-সিয়েশনের যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পদক কাজী মিরাজ মাহমুদ, সরোয়ার হোসেন, রয়েল ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পরিচালক কাজী আফরোজা, কোষাধ্যক্ষ ড.নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক স্বপন কুমার দাস, কাজী আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসো-সিয়েশনের নেতৃবৃন্দ , ৬৬ টি প্রতিষ্ঠানের মালিক,কর্মকর্তা ও প্রতিনিধিগনের উপস্থিতিতে নৈশ ভোজ ও জাকজমক ও প্রানবন্ত পরিবেশে বার্ষিক সাধারন সভাটি সম্পন্ন হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT