মনপুরা গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনপুরা গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - ajkerparibartan.com
মনপুরা গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

3:18 pm , November 19, 2018

মনপুরা প্রতিবেদক ॥ মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়)প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্বিতে স্থাণীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালত অবহিতকরন ভুমিকা শীর্ষক কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী হাওলাদার ,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মনপুরা গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মঈনুউদ্দিন। এসময় বক্তব্য রাখেন ইউএনডিপি ভোলা জেলা সমন্বয়কারী শফিক আহম্মেদ,গ্রাম আদালত জেলা সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান। এসময় উপজেলা গ্রাম আদালত সহকারী মোঃ ওসমান গনিসহ উপজেলার সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও এনজিও প্রতিনিরধিগন উপস্থিত ছিলেন।
মেহেন্দিগঞ্জে প্রতিবেশীদের
বাড়িতে প্রতিবেশী পরিবারের হামলায় গুরুতর আহত হন ওই গৃহবধূ।
নিহতের ছেলে রিপন জানান, ৫ বছরের বয়সী নাতি তাসিমকে নিয়ে তার মা রাশিদা বাড়িতে ছিলেন। পরিবারের বাকি সদস্যরা ছিলেন ঢাকায়। এর মধ্যে রোববার তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিবেশীরা তাসিমকে মারধর করে। নাতিকে মারধরের কারন জানতে গেলে প্রতিবেশী রহিম খাঁ, তার স্ত্রী তাসলিমা বেগম, তিন ছেলে ও বড় ছেলের স্ত্রী আসমা মিলে রাশিদার উপর হামলা করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে মুলাদী এবং পরে উপজেলা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে নিহতের মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। তাছাড়া এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT